কয়লা ভাইপো কে? লেডি কিমই বা কে? শুভেন্দু মামলায় জানতে চায় হাইকোর্ট

কয়লা ভাইপো কে? লেডি কিমই বা কে? শুভেন্দু মামলায় জানতে চায় হাইকোর্ট

suvendu-can-held-public-meeting-in-sandeshkhali-on-10th

কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিনকে কেন্দ্র করে কিছু ‘অসংবেদনশীল’ টুইট করেছিলেন। তার জন্য তাঁকে নোটিশ পাঠায় রাজ্যের শিশু অধিকার সুরক্ষা কমিশন। যদিও তাদের বিরুদ্ধে পাল্টা যুক্তি খাঁড়া করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু নিজেই। সেই মামলায় একাধিক প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। 

আরও পড়ুন- জেলে বন্দি মন্ত্রীকে তেল মালিশ! কী ভাবে ফাঁস ছবি, ED-র বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস

কয়লা ভাইপো কে? তাঁর পরিচয় কী? এই প্রশ্ন তুলেছে আদালত। বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মামলার শুনানিতে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের পর্যবেক্ষণ, যে টুইটের কথা বলা হচ্ছে সেখানে ‘কয়লা ভাইপো’র কথা বলা হয়েছে! ইনি কে? মামলকারী টুইটে তো কারও নাম ব্যবহার করেননি। তিনি আরও প্রশ্ন তোলেন, লেডি কিম কে? কিম জন উং উত্তর কোরিয়ার শাসক বলে জানেন। তাঁকেই কি বলা হয়েছে? না কি মজা ছিল? বিষয় হল, বিজেপি বিধায়কের কথা ছিল, তিনি টুইটে ‘কয়লা ভাইপো’ লিখেছিলেন। তাই এটা বলতে শিশু সুরক্ষা কমিশন কাকে বুঝেছে, সেটা বলতে হবে।