নষ্ট করে দেওয়া হয়েছে OMR সিট! তথ্য জেনে বিস্মিত বিচারপতি

নষ্ট করে দেওয়া হয়েছে OMR সিট! তথ্য জেনে বিস্মিত বিচারপতি

8035f6303a82b421c096a4c1a56dfa0b

কলকাতা: এমনিতেই দুর্নীতির অভিযোগ নিয়ে কম শোরগোল হচ্ছে না রাজ্যে। এবার প্রাথমিক নিয়ে আরও বড় তথ্য সামনে এল এবং তা আনল খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানান হয়েছে, বেআইনি নিয়োগ নিয়ে মামলার মধ্যেই ২০১৭ সালের টেট পরীক্ষার ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছে। এই কথা জানতে পেরে বিস্মিত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

আরও পড়ুন- সরকারি তহবিল নয় পিএম কেয়ার, RTI দরকার নেই! ফের জানাল কেন্দ্র

২০১৭ সালের টেট দুর্নীতি নিয়ে দায়ের হাওয়া এক মামলার শুনানিতে এই তথ্য সামনে এসেছে। তাতেই বিচারপতির কড়া নির্দেশ বৃহস্পতিবার দুপুর দুটোয় ওই ওএমআর সিট নষ্ট করার সিদ্ধান্ত যে বৈঠকে হয়েছিল, সেই নথি হাজির করতে হবে। একই সঙ্গে প্রাথমিক শিক্ষা দফতরের কোনও সিনিয়র অফিসারকে হাজির থাকার নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে অনেকেই ভাবছেন এই ওএমআর সিট ধ্বংস করার পিছনে অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের আরও দুর্নীতি লুকিয়ে থাকতে পারে।