বন্ধু দিয়েছিল ‘হজমি গুলি’, খাওয়ার পরেই মৃত্যু ৯ বছরের খুদের

বন্ধু দিয়েছিল ‘হজমি গুলি’, খাওয়ার পরেই মৃত্যু ৯ বছরের খুদের

348f64ab22373c02331566d49d0e5c68

বর্ধমান: বন্ধুর দেওয়া ‘হজমি গুলি’ খেয়ে মৃত্যু হল ৯ বছরের এক খুদে পড়ুয়ার। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানা এলাকায়। মৃত শিশু তৃতীয় শ্রেণির পড়ুয়া। এখন প্রশ্ন উঠছে যে ‘হজমি গুলি’ খেয়ে কী ভাবে কারোর মৃত্যু হতে পারে। আসল বিষয় হল, যা খেয়ে শিশুর মৃত্যু হয়েছে তা কোনও ‘হজমি গুলি’ ছিল না, ছিল কীটনাশক! মনে করা হচ্ছে, লজেন্সের মতো দেখতে বলে হয়তো তা ভুল করে দেওয়া হয়েছিল। 

আরও পড়ুন- সাড়ে ১২ হাজার টাকা বিনিয়োগ করলেই কোটিপতি! নেপথ্যে এই সরকারি প্রকল্প

মৃত শিশুর পরিবার জানিয়েছেন, রোজকারের মতো বুধবারও স্কুলে গিয়েছিল সে। কিন্তু কয়েক ঘণ্টা পর তাদের কাছে খবর আসে যে শিশুটি অসুস্থ হয়ে পড়েছে এবং তাকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। শিশুর বাবা তড়িঘড়ি সেখানে পৌঁছে যান কিন্তু শিশুর অবস্থার অবনতি হতে শুরু করে। পরে তাকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনার পরে স্কুল মারফৎ জানা যায়, তাকে এক সহপাঠী ‘হজমি গুলি’ খেতে দিয়েছিল। কিন্তু তা খাওয়ার পরেই ওই শিশু বমি করতে শুরু করে।