শিক্ষকদের বকেয়া দিতে দেরি কেন? সরকারকে ভর্ৎসনা হাইকোর্টের

শিক্ষকদের বকেয়া দিতে দেরি কেন? সরকারকে ভর্ৎসনা হাইকোর্টের

কলকাতা: ডিএ নিয়ে তো সমস্যা আছেই, এরই মাঝে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। অনেক আগেই অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু এতদিনেও তা মানা হয়নি। এই অবস্থায় কয়েকজন অবসরপ্রাপ্ত শিক্ষক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁদের কথা শুনেই ক্ষুব্ধ হলেন বিচারপতি রাজাশেখর মান্থা। ভর্ৎসনা করলেন রাজ্যকে। 

আরও পড়ুন- মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে আগুন, আবু ধাবিতে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানে

শুক্রবার এই সংক্রান্ত এক মামলার শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন একাধিক জেলার জেলাশাসক ও স্কুল পরিদর্শক। তাঁদের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন, এটা কী হচ্ছে? শিক্ষকরা শিক্ষাদান করেন, মহৎ কাজ। তাঁদের এই রকম পরিস্থিতির মধ্যে পড়তে দেওয়া কাম্য নয়। তাঁর এও মন্তব্য, শিক্ষকদের ক্ষেত্রে সরকারের আরও সচেতন হওয়া উচিত। তাই শিক্ষকদের বকেয়া পেতে কেন এত দেরি হচ্ছে সেটা জানতে চান তিনি। এখানেই থামেননি বিচারপতি মান্থা। তাঁর আরও বক্তব্য, শিক্ষকদের থেকে কাজ নিতে বিলম্ব হয়নি, তাহলে বকেয়া টাকা দিতে বিলম্ব হওয়া ঠিক নয়। এই হেনস্থার কোনও মানে নেই। এই প্রেক্ষিতে জেলাশাসক ও স্কুল পরিদর্শকদের উদ্দেশ্য করে বিচারপতির প্রশ্ন, কাল যখন আপনার সঙ্গে এমন হবে তখন কী করবেন?