কলকাতা: বাঙালির মাছ নিয়ে মন্তব্যে অভিনেতা পরেশ রাওয়ালের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে মামলা কতটা গুরুতর সেই নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে অভিযোগ জিইয়ে রাখার প্রয়োজন আছে কিনা তাও জানতে চেয়েছিল হাইকোর্ট। এদিন আইনজীবীরা জানান, এই ব্যাপারে আদালত যা ভালো বুঝবে সেটা করা হোক। তারপরেই আদালত ওই এফআইআর খারিজ করে পরেশ রাওয়ালের বিরুদ্ধে যাবতীয় তদন্ত বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়।
আরও পড়ুন- বাবা সামান্য হকার, জোটেনি কোচিং, হারিকেনের আলোতে পড়েই WBCS-এ সফল সাগরদিঘির মিজানুর
এই মামলায় গত শুনানিতে আদালতের নির্দেশ ছিল, পরেশ রাওয়ালের বিরুদ্ধে পুলিশ কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। তবে ভার্চুয়াল মাধ্যমে পরেশ রাওয়াল তদন্তকারী অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ তখনও পুলিশের ওই নোটিশের ওপরে কোনও স্থগিতাদেশ জারি করেনি আদালত। তবে এদিন এই এফআইআর খারিজ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আসলে কলকাতার তালতলা থানা থেকে একটি নোটিশ পাঠানো হয়েছিল পরেশ রাওয়ালকে। ৪ ফেব্রুয়ারি হাজির হওয়ার জন্য নির্দেশ ছিল। কিন্তু সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন পরেশ রাওয়াল।
” style=”border: 0px; overflow: hidden”” title=”কনকনে উত্তুরে হাওয়া বইছে গোটা বাংলাজুড়ে! Winter returns in West Bengal, temperatures decline” width=”560″>
এই নিয়ে পরেশের আইনজীবীর দাবি ছিল, পরেশ কারোর মনে আঘাত করার জন্য ওই মন্তব্য করেননি। পরবর্তীকালে তিনি ক্ষমাও চেয়েছেন টুইটের মাধ্যমে। উল্লেখ্য, মোদী রাজ্যে ভোট প্রচারে পরেশ একটি সভায় দাঁড়িয়ে বলেছিলেন, “মুদ্রাস্ফীতি সহ্য করতে পারবেন গুজরাটের মানুষ, কিন্তু পাশের বাড়িতে যদি রোহিঙ্গা উদ্বাস্তু কিংবা বাংলাদেশিরা এসে ওঠেন, তখন গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন? বাঙালিদের জন্য মাছ ভাজবেন?” তা নিয়েই শুরু হয় বিতর্ক।