ডি’লিট প্রাপ্তি মুখ্যমন্ত্রীর, প্রশংসায় রাজ্যপাল টানলেন বাজপেয়ী-কালাম প্রসঙ্গ

ডি’লিট প্রাপ্তি মুখ্যমন্ত্রীর, প্রশংসায় রাজ্যপাল টানলেন বাজপেয়ী-কালাম প্রসঙ্গ

কলকাতা: জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হল ডি’লিট সম্মান। আরও একবার সাম্মানিক ডি’লিট প্রাপ্তি হল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর হাতে সোমবার ডি’লিট তুলে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই সম্মান পাওয়ার পর তা রাজ্যের সাধারণ মানুষকে উৎসর্গ করেন মুখ্যমন্ত্রী। বলেন, আজ তিনি যা হয়েছেন সবই তাদের জন্য। এদিকে, আজকের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঢালাও প্রশংসা করেন রাজ্যপাল। বাজপেয়ী, কালামের প্রসঙ্গ টেনে তাঁকে ‘কুর্নিশ’ জানান তিনি। 

আরও পড়ুন- ‘টাকাটা সাধারণ মানুষের জন্য, দলের সদস্যদের জন্য নয়, আবাসের বরাদ্দ নিয়ে খোঁচা স্মৃতির

পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষায় উন্নয়ন সংক্রান্ত অবদানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি’লিট সম্মানে ভূষিত করা হল। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় এই শিক্ষা প্রতিষ্ঠান। বিষয় হল, রাজ্যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য রাজ্যপাল হলেও এই বিশ্ববিদ্যালয়ের নন। কারণ এটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। যদিও সেন্ট জেভিয়ার্সের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, যে সকল রাজনীতিবিদ রাজনীতির সঙ্গে সাহিত্য কীর্তিতেও অনন্য স্বাক্ষর রেখেছেন, তাঁর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম। এক্ষেত্রে তিনি নাম নেন অটলবিহারী বাজপেয়ী, সর্বপল্লী রাধাকৃষ্ণন, এপিজে আব্দুল কালামের। 

অন্যদিকে মুখ্যমন্ত্রী নিজে মন্তব্য করেন, পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় কলকাতা, জেভিয়ার্স বা যাদবপুর কোনও অংশেই কম নয়। বরং তাদের থেকে অনেক বেশি ভালো। তাই এই সম্মান পেয়ে তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে বলেন, তাঁর এই পুরস্কার সাধারণ মানুষকে উৎসর্গ করলেন তিনি। পাশাপাশি তাঁর কথায় উঠে আসে দেশে শান্তি, গণতন্ত্রের কথা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =