হাজিরায় সাড়া হাওড়ার ডিআই-এর, জেলার রিপোর্ট নিয়ে দিলেন উত্তর

হাজিরায় সাড়া হাওড়ার ডিআই-এর, জেলার রিপোর্ট নিয়ে দিলেন উত্তর

f522e47a4a3197f066cee00bfe34bcf8

কলকাতা: গ্রুপ ডি মামলায় হাওড়ার ডিআই’কে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলা সংক্রান্ত এক রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই রিপোর্ট জমা পড়েনি এবং তিনিও সময় মতো হাজিরাও দেননি ডিআই। কিন্তু আজকেই তাঁকে তলবের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। তাই অবশেষে তিনি হাজিরা দিয়েছেন।

আরও পড়ুন- গরীবের টাকা মারবেন না, কেন্দ্রকে নিশানা করে ফের সরব মমতা 

এদিন বিকেল নাগাদ হাওড়ার ডিআই এসে উপস্থিত হন আদালতে। তিনি জানান, সরাসরি পাঁচলার মুখ্যমন্ত্রীর সভা থেকে এসেছেন তিনি। তাঁর উদ্দেশে বিচারপতি বলেন, রিপোর্ট জমা দেননি কেন? উত্তরে তিনি জানান, একজনকে পাঠিয়ে দিয়েছিলেন রিপোর্ট। তবে বিচারপতি তাঁকে বলেন, আজ না পাঠালেও তাঁকে ফাঁসিতে ঝোলানো হত না। তবে শুক্রবার দুপুর বারোটার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। তাঁর কথায়, যোগ্য প্রার্থীরা একজনও যাতে চাকরি পাওয়া থেকে বঞ্চিত না হন। আর তিনি ‘দয়ার সাগর’ নন, কাউকে বেশি সময় দিতে পারবেন না।