কলকাতা: এসএসসি গ্রুপ ডি নিয়োগে ওএমআর শিট বিকৃতির মামলায় ইতিমধ্যেই কড়া নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২ হাজার ৮২০ জনের চাকরির সুপারিশ বাতিলের নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার দুপুর ১২টার মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশে আতঙ্কে প্যানেলভুক্ত চাকরি প্রাপকেরা। এদিন সকালে তড়িঘড়ি হাই কোর্টের ডিভিশন বেঞ্চে জরুরি ভিত্তিতে মামলা করার অনুমতি চান তাঁরা। কিন্তু তাঁদের জরুরি ভিত্তিতে মামলার অনুমতি দেওয়া হল না৷ চাকরিপ্রার্থীদের খালি হতেই ফিরিয়ে দিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। মামলা দায়ের করে সোমবার আসতে বলা হল তাঁদের৷
আরও পড়ুন- শুক্রবারই প্রকাশিত হবে টেটের ফল, দুপুরে সাংবাদিক বৈঠক করবেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি
সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করার অনুমতি চেয়েছিলেন চাকরি প্রার্থীরা। ওএমআর শিট বিকৃতি নিয়ে ওয়েবসাইটে নাম প্রকাশের নির্দেশকে চ্যালেঞ্জ করেই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছিল। মামলা ফাইল করার অনুমতি চেয়ে বেলা ১২টার আগেই শুনানির আবেদন জানানো হয়েছিল চাকরিপ্রার্থীদের তরফে। তবে সেই আবেদন ফিরিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, গ্রুপ ডি নিয়োগে ওএমআর শিট বিকৃতি মামলার তদন্ত ভার ছিল সিবিআই-এর হাতে। গাজিয়াবাদ থেকে গ্রুপ ডি-র যে ওএমআর শিটগুলি উদ্ধার হয়েছিল, তা কমিশনের হাতে তুলে দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। স্কুল সার্ভিস কমিশন গতকাল হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সিঙ্গেল বেঞ্চকে জানায়, তারা নিজেরাও যাচাই করে দেখেছে৷ তাতে ২,৮১৯টি ওএমআর শিটে গরমিল ধরা পড়েছে। সেই কথা শুনে বিচারপতির নির্দেশ দেন, ওই চাকরির সুপারিশপত্রগুলি বাতিল করতে হবে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>