‘ডক্টরেট’ উপাধি ব্যবহারে নিষেধাজ্ঞা, সুবীরেশ জুড়লেন গ্রুপ ডি মামলায়

‘ডক্টরেট’ উপাধি ব্যবহারে নিষেধাজ্ঞা, সুবীরেশ জুড়লেন গ্রুপ ডি মামলায়

কলকাতা: খারাপ সময় যেন কাটতেই চাইছে না এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের জন্য। নিয়োগ দুর্নীতি মামলায় তিনি আগেই গ্রেফতার হয়েছেন। এবার তাঁকে যেন আরও ‘কঠিন’ শাস্তি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্পষ্ট জানালেন, গ্রুপ ডি মামলায় জুড়তে হবে তাঁর নাম এবং যতদিন না মামলা থেকে নিষ্কৃতি পাচ্ছেন তিনি ততদিন নিজের ‘ডক্টরেট’ উপাধি ব্যবহার করতে পারবেন না সুবীরেশ ভট্টাচার্য। 

আরও পড়ুন- শুক্রবারই প্রকাশিত হবে টেটের ফল, দুপুরে সাংবাদিক বৈঠক করবেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি

এদিন গ্রুপ ডি মামলার শুনানিতে বিচারপতি জানতে চান, কার নির্দেশে এত জনকে বেআইনি ভাবে নিযুক্ত করা হয়েছে? তাঁদের নাম প্রকাশ্যে আনার জন্য সুবীরেশ ভট্টাচার্যকে নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, কত দালাল আছে জানেন, তারা আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছে। কিন্তু কোনও কিছুর জন্য এই প্রক্রিয়ায় দেরি না হয় সেটা দেখতে হবে। এই প্রেক্ষিতেই সুবিরেশ ভট্টাচার্যকে মামলায় যুক্ত করার নির্দেশ। পাশাপাশি বিচারপতির স্পষ্ট বক্তব্য, যতদিন না মামলা থেকে নিষ্কৃতি পাচ্ছেন সুবীরেশ ততদিন মাস্টার ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি ব্যবহার করতে পারবে না তিনি।