এ বার বিচারপতি বসুর নির্দেশকে চ্যালেঞ্জ নবম-দশমের চাকরি যাওয়া শিক্ষকদের, দ্বারস্থ ডিভিশন বেঞ্চের

এ বার বিচারপতি বসুর নির্দেশকে চ্যালেঞ্জ নবম-দশমের চাকরি যাওয়া শিক্ষকদের, দ্বারস্থ ডিভিশন বেঞ্চের

35b91ad3f1ac5072157b762f59a14e34

কলকাতা: নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থা ৯৫২ জন শিক্ষক। উত্তরপত্র বিকৃত করে (ওএমআর শিট) ৯৫২ জনকে প্রার্থীকে শিক্ষক পদে চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

আরও পড়ুন- বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে চাকরি যাওয়া গ্রুপ-ডি কর্মীরা

সিবিআই নিয়োগ দুর্নীতির তদন্তভার হাতে নেওয়ার পর গাজিয়াবাদ থেকে এই ৯৫২ জনের ওএমআর শিট উদ্ধার করা হয়। এই ৯৫২ জনের মধ্যে ৮০৫ জনের ওএমআর শিট খতিয়ে দেখার পর তা বিকৃত করা হয়েছে বলে স্কুল সার্ভিস কমিশন স্বীকার করে নেয়। এই ৮০৫ জনকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে বলে কমিশনকে নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু৷ 

সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে গিয়েছেন চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা। এখন সেখানে ওই মামলার শুনানি চলছে। প্রসঙ্গত, এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করেও ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন গ্রুপ ডি’র চাকরিহারা প্রার্থীরা৷ 

প্রসঙ্গত, অবৈধ নিয়োগের অভিযোগে গত শুক্রবার এসএসসি নিযুক্ত ১,৯১১ জন গ্রুপ-ডি কর্মীর চাকরি বাতিল করে হাই কোর্ট। এই নির্দেশ এসেছিল হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ থেকে। এদিন সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন চাকরি হারানো গ্রুপ ডি কর্মীদের একাংশ।