মন্ত্রীর কাছে এল চিরকুট, তারপরই ডিএ ঘোষণা! তবে কি বাজেটে ছিল না

মন্ত্রীর কাছে এল চিরকুট, তারপরই ডিএ ঘোষণা! তবে কি বাজেটে ছিল না

a3780aac3be44dccdea66f9218fb2a93

কলকাতা: নজিরবিহীন বললেও হয়তো কম বলা হবে। বুধবার পেশ হয়েছে রাজ্য বাজেট। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একের পর এক ঘোষণা করেছেন। কিন্তু ডিএ নিয়ে তিনি কখনও রকম মন্তব্য প্রথমে করেননি। হয়তো করতেন না, যদি না কোনও ‘চিরকুট’ তাঁর কাছে এসে পৌঁছত। কারণ বাজেট বক্তব্যের শেষ দিকের সময় একটি সাদা কাগজ তাঁর কাছে আসে। সেই কাগজের লেখা দেখার পরেই তিনি ডিএ নিয়ে ঘোষণা করেন। তাহলে প্রশ্ন, বাজেটে কি ডিএ নিয়ে কিছুই ছিল না? শুধু চিরকুট দেখেই ঘোষণা করা হল? 

আরও পড়ুন- ৪০ কর্মীকে ছাঁটাইয়ের নোটিস, ভারত থেকে ব্যবসা গোটানোর মুখে ‘টিকটক’

চন্দ্রিমা ভট্টাচার্য ততক্ষণে প্রায় বাজেট পড়া শেষ করে ফেলছেন। ঠিক এই সময়ে তাঁর হাতে একটি চিরকুট এসেছিল। সূত্রের খবর, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ছোট কাগজের টুকরোয় কিছু লিখে তা মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত দিয়ে বাজেট প্রস্তাব পাঠরত চন্দ্রিমার হাতে পাঠান। সেই দেখেই সটান ডিএ নিয়ে ঘোষণা করে দেন তিনি। এই ঘটনার পরেই আলোচনা শুরু হয়ে গিয়েছে যে, বাজেটে আদৌ ডিএ নিয়ে কিছুই বলা ছিল না। ওই চিরকুট পড়ার পরেই ডিএ নিয়ে ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গোটা ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেওয়া শুরু হলেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর কড়া সমালোচনা করেন।