কলকাতা: চেনা শীতের ছন্দ অনেক দিন ধরেই আর নেই। মাঘ মাস কেটে গিয়ে এখন ফাল্গুন, তাই শীত বিদায়ের সময় যে এসে গিয়েছে তা বলাই বাহুল্য। কিন্তু চলতি মাসের শেষ পর্যন্তও কি থাকবে না ঠান্ডার আমেজ? এক কথার উত্তর হতে পারে, না। আবহাওয়া দফতর বলছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ রাজ্যের অধিকাংশ জেলায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। অর্থাৎ, শীত এবার সত্যি সত্যি ‘আলবিদা’ জানাচ্ছে।
আরও পড়ুন- মমতার কাছে শিশুর নামকরণের আবদার নিয়ে হাজির মা, অভিনব নাম দিলেন মুখ্যমন্ত্রী
হাওয়া অফিসের বক্তব্য, আগামী সপ্তাহ থেকেই তাপমাত্রা বাড়বে প্রায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। এমনিতেই শেষ কদিন ধরে দক্ষিণে হাওয়ার প্রভাব বেড়েছে। সেই রেশ বজায় থাকবে বলেই জানান হয়েছে। কিন্তু কেন এমন পরিস্থিতি? জানা গিয়েছে, বঙ্গোপসাগরে পূর্ব বাংলাদেশ সন্নিহিত অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যে কারণে রাজ্যে সাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। সেটাই শীত বিদায়ের অন্যতম বড় কারণ। ফেব্রুয়ারিতে যদিও বা কিঞ্চিৎ আভা পাওয়া যায় শীতের, মার্চের প্রথম সপ্তাহ থেকে তার কিছুই থাকবে না।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ঘূর্ণিঝড়ে লন্ডভণ্ড নিউজিল্যান্ড! আশ্রয়হীন লাখ লাখ মানুষ! Cyclone Gabrielle strikes New Zealand” width=”853″>
পূর্বাভাস দেওয়া হয়েছে, পরের মাস পড়ার সঙ্গে সঙ্গেই দিনের তাপমাত্রা রাজ্যে ৩০ ডিগ্রির গণ্ডি ছোঁয়া শুরু করবে। জেলাগুলিতে রাতের দিকে হালকা শীত অনুভূত হলেও তার রেশ বেশি দিন বজায় থাকবে না। এদিকে আপাতত বেশ কয়েক সপ্তাহ দক্ষিণবঙ্গে বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দু-একটি জেলায় হালকা বৃষ্টি হলেও হতে পারে।