তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট, ‘আপনি দেখুন’, সোজা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দরবারে চিঠি শিশির অধিকারীর

তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট, ‘আপনি দেখুন’, সোজা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দরবারে চিঠি শিশির অধিকারীর

কলকাতা: কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারীর নামে ‘ভুয়ো’ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যে অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য নেই খোদ শিশিরেরই কাছে৷ শনিবার সেই রহস্যময় অ্যাকাউন্টের কথা জানতে পারেন এই বর্ষীয়ান সাংসদ৷ আর জানা মাত্রই অভিযোগ জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছ৷ 

আরও পড়ুন- গোপনে করোনা বাড়ছে নাতো? নিকাশির জল পরীক্ষায় জোর

শনিবার সকালে শিশির অধিকারীর কাঁথির বাড়িতে একটি চিঠি আসে। ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কের মেচেদার মাছনা শাখা থেকে ওই চিঠিটি পাঠানো হয় বলে অধিকারী পরিবার সূত্রে খবর। ওই চিঠিটি হাতে পাওয়ার পরই শিশির জানতে পারেন, তাঁর নামে ব্যাঙ্কের ওই শাখায় একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে৷ এই তৎক্ষণাৎ আইনি পরামর্শ নেন তিনি৷ তড়িঘড়ি চিঠি পাঠান  দিল্লিতে৷ 

চিঠিতে অশীতিপর সাংসদ লিখেছেন, তাঁর অজান্তে তাঁর নামে একটি  ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খোলা হয়েছে। এমন কোনও অ্যাকাউন্ট খোলার জন্য  কোনও তথ্য বা নথিও তিনি দেননি। কে বা কারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিক কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ তাঁর দাবি, তাঁর ভাবমূর্তি নষ্ট করতেই তাঁর নামে ভিুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে। কাঁথির তিন বারের সাংসদ শিশির৷ তাঁর ঘনিষ্ঠরা জানাচ্ছেন, সংশ্লিষ্ট ব্যাঙ্কে শিশির কুমার অধিকারীর নামে অ্যাকাউন্টটি খোলা হয়েছে। ঠিকানা দেওয়া হয়েছে শান্তিকুঞ্জের। ওই ঠিকানায় তিনি ছাড়া কোনও অন্য শিশির কুমার অধিকারী বসবাস করেন না। এটি একটি ষড়যন্ত্র৷ 

শিশির অধিকারী বর্তমানে অসুস্থ। বাড়িতে থেকে বেরনা না৷ অসুস্থতার কারণে দিল্লিতে সংসদের অধিবেশনও যোগ দিতে পারেননি। তাই এই ঘটনা জানিজানি হতেই তাঁর পরিবারের তরফে যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে৷ বিষয়টি জানানো হয়েছে  শিশির-পুত্র তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও৷ টেলিফোনে কথা বলেই তাঁর থেকে পরামর্শ নেওয়া হচ্ছে৷