১৫০ বছরে পা দিচ্ছে কলকাতার ট্রাম, পরিষেবা কি সচল থাকবে

১৫০ বছরে পা দিচ্ছে কলকাতার ট্রাম, পরিষেবা কি সচল থাকবে

কলকাতা: অনন্য এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছে কলকাতার ঐতিহ্য ট্রাম। আগামী শুক্রবার ১৫০ বছর পা দিতে চলেছে এটি। ১৮৭৩ সালে প্রথমবারের জন্য শহর কলকাতায় ট্রাম চলা শুরু হয়। সেই যাতায়াতের মাধ্যম আজও অটল হয়ে আছে তিলোত্তমায়। কিন্তু আগের থেকে পরিষেবা অবশ্যই কমেছে অন্যান্য যানের বাড়বাড়ন্তের জন্য। কিন্তু এই পরিষেবা কি সচল থাকবে আগামী দিনেও? ট্রাম নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- SSC-র প্রকাশিত ‘অযোগ্যদের’ তালিকায় নাম! উদ্ধার নন্দীগ্রামের স্কুল শিক্ষিকার ঝুলন্ত দেহ

মঙ্গলবার বিধানসভা বিমান বলেন, ট্রাম যেন কলকাতা থেকে উঠে না যায় সে দিকে সরকারকে নজর দিতে অনুরোধ করছেন তিনি। তাঁর বক্তব্য, ট্রামের সঙ্গে কলকাতার তথা বাংলার মানুষের আবেগ জড়িয়ে আছে। তাই সরকারের উচিত ট্রাম পরিষেবা বহাল রাখা। আরও একটি বড় বিষয় হল, ট্রামের সঙ্গে জড়িয়ে থাকা শহরের তথা দেশের ইতিহাস। বিশ্বমঞ্চে কলকাতার ট্রামের একটি জায়গা আছে। এই ইস্যুতে রাজ্য সরকারের পক্ষ থেকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, বেশ কিছু রুটে পরিষেবা বন্ধ আছে কাজের জন্য। সেখানে মেট্রোর কাজ হচ্ছে। আবার কোথাও যানজটের জন্য ট্রাম তুলে দিতে হয়েছে। কিন্তু শহর থেকে পুরোপুরি ট্রাম তুলে নেওয়ার কোনও পরিকল্পনা নেই বলেই আশ্বাস দেন তিনি।