আবার প্রশ্ন ভুলের অভিযোগ টেটে! হাইকোর্টে গেল পরীক্ষার্থীরা

আবার প্রশ্ন ভুলের অভিযোগ টেটে! হাইকোর্টে গেল পরীক্ষার্থীরা

3dbdbb00e97c4f49629361e564d109c7

কলকাতা: ফের টেট পরীক্ষায় প্রশ্নপত্র ভুলের অভিযোগ! দাবি করা হয়েছে ৭টি প্রশ্ন ভুল। এই নিয়ে ফের মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। জানা গিয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই এই মামলার শুনানি হবে। এই ইস্যুতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুক্লা ভট্টাচার্য-সহ সাত টেট পরীক্ষার্থী। 

আরও পড়ুন- মাদ্রাসা পরীক্ষার দিন বদল, সরকারি কর্মীদের ধর্মঘটের দিনও বদলে গেল

২০২২ সালের টেট পরীক্ষা যে একদম স্বচ্ছ হবে এবং ভুলভ্রান্তি ছাড়া হবে তার আশ্বাস দিয়েছিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এমনকি পর্ষদ সভাপতিও সকল পরীক্ষার্থীদের আশা জুগিয়েছিলেন যে এবারের টেট নিয়ে কোনও অভিযোগ আসতে পারবে না। কিন্তু তেমনটা হল না। পরীক্ষার্থীদের অভিযোগ, টেটের পর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে যে উত্তরপত্র প্রকাশিত হয়, তা মিলিয়ে তাঁরা দেখেছেন অন্তত ৭টি প্রশ্নে ভুল রয়েছে। এরপরেই সঙ্গে সঙ্গে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আর এই মামলার পরেই টেট নিয়ে বিস্তর প্রশ্ন উঠে গেল ইতিমধ্যেই।