কলকাতা: পরিযায়ী শ্রমিক ইস্যুতে এবার রাজ্যের কাছে উত্তর চাইল কলকাতা হাইকোর্ট। বাংলায় কতজন পরিযায়ী শ্রমিক রয়েছে তা নিয়ে হলফনামা চাওয়া হয়েছে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাজ্যে কতজন পরিযায়ী শ্রমিক রয়েছে তা আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে আদালতে জানাতে হবে রাজ্যকে।
আরও পড়ুন- মমতা ম্যাজিক? মেঘালয়ে বিজেপির থেকে বেশি আসন পেতে পারে তৃণমূল: সমীক্ষা
মঙ্গলবার এই বিষয়ে মামলকারী বিশ্বজিৎ মুখোপাধ্যায় অভিযোগ করেন, বিগত ১২ বছরে পরিযায়ী শ্রমিকের সংখ্যা নিয়ে স্পষ্ট তথ্য নেই রাজ্যের কাছে। ২০১১ সাল থেকে নতুন সরকার ক্ষমতায় আসার পর পরিযায়ী শ্রমিকের সংখ্যা নিয়ে কোনও তথ্য দিতে পারেনি রাজ্য। এমনকি কোভিড পরিস্থিতির পরও এ নিয়ে কোনও তথ্য রাজ্যের কাছে নেই বলেই দাবি। এই জনস্বার্থ মামলার প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্ট রাজ্যকে পরিযায়ী শ্রমিক সংক্রান্ত তথ্য হলফনামার মাধ্যমে জানাতে বলেছে। মনে রাখতে হবে, কোভিড পরিস্থিতির মধ্যে বহু পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্য থেকে নিজ নিজ রাজ্যে ফেরার চেষ্টায় ছিল। বাংলাতেও বহু শ্রমিক সেই সময়ে ফিরে এসেছিলেন। কিন্তু ঠিক কতজন বাংলার মানুষ ভিন রাজ্যে কাজ করেন সেই তথ্য এখনও দিতে পারেনি রাজ্য সরকার।
করোনা কালে এই পরিযায়ী শ্রমিক ইস্যুতে রাজ্য সরকার কেন্দ্রকে বারংবার একহাত নিয়েছে। তাঁদের জন্য সরকার কোনও ব্যবস্থা করেনি, ট্রেনের টিকিটের দাম পর্যন্ত কেন্দ্রের তরফে দেওয়া হয়নি বলেও অভিযোগ ওঠে। আবার নিজ রাজ্যে ফেরার সময়ে অনেক পরিযায়ী শ্রমিক মারাও গিয়েছিল। সেই নিয়ে সেসময়ে রাজনৈতিক তরজাও শুরু হয়।