নয়াদিল্লি: ১৩ বছর আগে জ্ঞানেশ্বরী এক্সপ্রসের ভয়াবহ দুর্ঘটনাপ স্মৃতি আজও অনেকের মনে টাটকা৷ গত ১৩ বছর ধরে এই ঘটনার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ২০১০ সালের ২৮ মে-র সেই বিভীষিকা ভুলতে পারেননি অমেকেই। এত বড় রেল দুর্ঘটনা ভারতীয় রেলের ইতিহাসে খুবই কম ঘটেছে। কিন্তু, প্রশ্ন ছিল, এটা কি নিছকই দুর্ঘটনা নাকি এর পিছনে ছিল কোনও নাশকতার ছক? সেই প্রশ্নের উত্তর আজও খুঁজে পায়নি সিবিআই। তবে এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। এতগুলো বছর জেল খাটার পর ১২ জন অভিযুক্তের জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট।
আরও পড়ুন- এত শিশুর মৃত্যু কেন? অ্যাডিনোভাইরাস নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী
মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে ছিল এই ১২ জন অভিযুক্তর জামিনের আবেদনের শুনানি৷ শুনানি শেষে ১২ জনকে জামিন দিল হাই কোর্ট। তবে এখনও জ্ঞানেশ্বরী নাশকতার মামলা চলছে নিম্ন আদালতে।
২০১০ সালের ২৭ মে গভীর রাতে ঝাড়গ্রামের সরডিহার রাজাবাঁধ এলাকায় লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া থেকে মুম্বইগামী আপ জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। ঠিক ওই সময়েই ডাউন লাইনে উল্টোদিক থেকে আসা একটি মালগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় জ্ঞানেশ্বরীর। মৃত্যু হয় ১৪৮ জন যাত্রীর। শতাধিক যাত্রী গুরুতর আহত হন৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>