ব্রেকিং: নবম-দশম মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল ডিভিশন বেঞ্চে, অস্বস্তিতে চাকরিপ্রার্থীরা

ব্রেকিং: নবম-দশম মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল ডিভিশন বেঞ্চে, অস্বস্তিতে চাকরিপ্রার্থীরা

কলকাতা: নবম-দশম শ্রেণির মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। চাকরিহারাদের অস্বস্তি তাই বজায় থাকছে। এদিন স্পষ্ট জানান হয়েছে, কোনও স্থগিতাদেশ নয় সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্য জানিয়েছেন, কমিশন সর্বশেষ সিদ্ধান্ত নেবে চাকরি থাকবে কি না। এতএব, ৮০৫ জনের চাকরি বাতিল নিয়ে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন- ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, সিলিন্ডার পিছু কত টাকা গুণতে হবে কলকাতায়?

আদালতের বক্তব্য, ন্যাচারাল জাস্টিস কোনও স্ট্রেট জ্যাকেট হতে পারে না। ওএমআর শিট বিকৃতি হয়নি বা এটা তাদের নয় বলে কোনও মামলাকারী বলেননি। প্রত্যেক প্রতিষ্ঠানের নিজস্ব আইনে চলার ক্ষমতা আছে। সেক্ষেত্রে কমিশন মনে করলে চাকরি থাকবে না। জানাল আদালত। এই মামলায় হাইকোর্টে এসএসসি জানিয়েছিল, কমিশনের অফিসের সব ওএমআর সিট নষ্ট করা হয়েছে। কোনও হার্ড কপি নেই। তবে ডিজিটাল মাধ্যমে সব প্রার্থীর তথ্য সংরক্ষণ করা আছে। গত ১৩ ফেব্রুয়ারি বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ নবম-দশম শ্রেণির মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল। বুধবার সেই রায় দেওয়া হল।