বারাণসীর মতো কলকাতাতেও গঙ্গা আরতি! কোথায়, কবে থেকে

বারাণসীর মতো কলকাতাতেও গঙ্গা আরতি! কোথায়, কবে থেকে

2e7af7c5d5d1f7ad4b5afffb4337bda9

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনেকদিনের স্বপ্ন ছিল এটি তা সকলের প্রায় জানা। সেটাই এবার পূরণ হওয়ার পথে। জানা গিয়েছে, বারাণসীর মতো এবার কলকাতাতেও হবে গঙ্গা আরতি। আজ্ঞে হ্যাঁ। আর তার উদ্বোধন হতে চলেছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার। কিন্তু কোন ঘাটে হবে এই গঙ্গা আরতি? 

আরও পড়ুন- নবান্নের সিদ্ধান্ত না মেনে চাকরি থেকে বরখাস্ত ৮ জনকে! কাঠগড়ায় জেলাশাসক

বারাণসীর গঙ্গা আরতি নিয়ে নতুন করে কিছুই বলার নেই। যারা গিয়েছেন তারা বারবার যেতে চান আর যারা এখনও সেখানে গিয়ে সেই দৃশ্য চাক্ষুষ করেননি তারা করার জন্য উদগ্রীব। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়েছিলেন কলকাতাতে যদি এমন কোনও বন্দোবস্ত করা যায়। ঠিক সেটাই হতে চলেছে। বৃহস্পতিবার বাজেকদমতলা ঘাটে গঙ্গা আরতির উদ্বোধন করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ জন পুরোহিত দিয়ে এই উদ্বোধন অনুষ্ঠান হবে বলে সূত্রে খবর। তাঁদের পাশাপাশি কলকাতা পুরসভার মেয়র, মেয়র পারিষদরাও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। অর্থাৎ আগামীকাল থেকেই কলকাতার বাজেকদমতলা ঘাট কার্যত হয়ে উঠবে এক টুকরো ‘বারাণসী’।