কলকাতা: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা। শুক্রবার বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চে হবে শুনানি৷
আরও পড়ুন- শেষ রক্ষা হল না, অনুব্রতকে দিল্লি নিয়ে যাবেই ইডি
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মানিকের বিরুদ্ধে ইডি যে সাপ্লিমেন্টরি চার্জশিট দিয়েছিল, সেখানে তাঁর স্ত্রী শতরূপা এবং পুত্র শৌভিকের নাম উল্লেখ করা হয়েছিল। বুধবার ইডির বিশেষ আদালতে হাজিরা দেন মানিক-জায়া ও তাঁর পুত্র। আদালতে তাঁরা দু’জনেই আগাম জামিনের আবেদন জানান৷ সেই আবেদন অবশ্য খারিজ করে দেন বিচারক। এদিন শতরূপা ও শৌভিকের তরফে তাঁদের আইনজীবী আদালতে বলেন, ইডি-র সমনের ভিত্তিতে সময় মতো তাঁর মক্কেলরা হাজিরা দিয়েছেন। তাঁদের গ্রেফতার করে নিয়ে আসতে হয়নি। তাঁরা তদন্তেও সহযোগিতা করছেন। জামিনের জন্য নির্ধারিত শর্ত মানতেও তাঁরা প্রস্তুত৷ তবে সেই সব যুক্তি ধোপে টেকেনি৷ খারিজ করে দেওয়া হয় আগাম জামিনের আবেদন৷
এদিন শতরূপা ও শৌভিকের জামিনের বিরোধিতা করে সওয়াল করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। ইডির দাবি, মানিকের কর্মকাণ্ডের যাবতীয় তথ্য ছিল তাঁর স্ত্রী শতরূপার কাছে। দুর্নীতিতে তাঁর ভূমিকা থাকাটাও অস্বাভাবিক নয়। মৃত এক ব্যক্তির সঙ্গে মানিকের স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্টের হদিস, সেই সম্ভাবনাকে আরও উস্কে দিয়েছে৷ ওই অ্যাকাউন্টে দুর্নীতির টাকা থাকতে পারে বলেই সন্দেহ ইডি-র৷ অন্যদিকে, ইডির দায়ের করা এফআইআর খারিজের দাবিতে এবং গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে পাল্টা মামলা করলেন মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্য৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>