কলকাতা: বালিগঞ্জ, গড়িয়াহাট, পার্কস্ট্রিটের পর এবার ট্যাংরা। আবার শহর কলকাতায় উদ্ধার বিপুল পরিমাণে টাকা। ট্যাংরা রোডের এক বাসিন্দার বাড়িতে তল্লাশি চালিয়ে ৬৫ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে কলকাতা পুলিশের একটি দল। জানা গিয়েছে, যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে তাকে জালিয়াতি ও আর্থিক প্রতারণায় যুক্ত হিসেবে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম বেঞ্জামিন আলি।
আরও পড়ুন- শেষ রক্ষা হল না, অনুব্রতকে দিল্লি নিয়ে যাবেই ইডি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্যাংরা থানা অঞ্চলে একটি বাড়িতে ভাড়া থাকত ধৃত। ভুয়ো ওয়েবসাইট খুলে সোনায় বিনিয়োগের টোপ দিয়ে জালিয়াতি করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। প্রায় দেড় কোটি টাকা এভাবে সে তুলেছে বলে জানতে পেরেছে পুলিশ। তবে গ্রেফতারির সময় তার কাছে থেকে ৬৫ লক্ষ ৬০ হাজার টাকার উদ্ধার হয়েছে। টাকার পাশাপাশি কিছু বৈদ্যুতিন যন্ত্রও উদ্ধার করেছে পুলিশ। এদিকে আরও জানা গিয়েছে, এই যুবক একা নয়, ঘটনার সঙ্গে অন্য কেউও জড়িয়ে আছে, যার থেকেই টাকা লেনদেন হত।
” style=”border: 0px; overflow: hidden”” title=”জড়িয়ে পড়ছেন কি টলি-বলির সুন্দরী লাস্যময়ীরা? Glamorous women who got involved in several scams” width=”560″>
গত নভেম্বর মাসে সোনায় বিনিয়োগের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে ১ কোটি ৩৩ লক্ষ টাকা হাতানোর অভিযোগ জমা পড়েছিল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে। তারপর থেকেই তদন্তে নামে পুলিশ এবং সেই সময়ে প্রথমে ৫ জন এবং পরে আরও ১ জনকে গ্রেফতার করে তারা। কিন্তু জালিয়াতির ঘটনা যে তখনও শেষ হয়নি তা এখন জানা গেল। এই নিয়ে বিস্তারিতভাবে আরও তদন্ত শুরু করেছে পুলিশ।