কলকাতা: আগামী সপ্তাহের শুরুতেই রঙের উৎসব। ৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার দোল এবং তার পরের দিন হোলি। স্বাভাবিকভাবেই বলা যায় এই দু’দিন গোটা রাজ্যজুড়েই পালিত হবে। তবে মঙ্গলবার এবং বুধবার মেট্রোর সময়সূচিতে বড়সড় পরিবর্তন আনা হচ্ছে বলে সূত্রের খবর। এই দু’দিন কম চলবে ট্রেনও। মেট্রো রেল কর্তৃপক্ষ এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে।
আরও পড়ুন-মেসিকে প্রাণনাশের হুমকি, স্ত্রী আন্তোনেল্লার দোকানে ১৪ রাউন্ড গুলি, লিয়োর শহরে হুলস্থূল
দোলযাত্রা এবং হোলি উপলক্ষে মঙ্গল ও বুধবার বিভিন্ন রুটে আপ-ডাউন মিলিয়ে ট্রেনের সংখ্যা কমতে চলেছে। জানা গিয়েছে, মঙ্গলবার দক্ষিণেশ্বর-কবি সুভাষ (ব্লু লাইন) রুটে ৩০টি আপ এবং ৩০টি ডাউন ট্রেন নিয়ে মোট ৬০ টি ট্রেন চলবে ২৮৮টির বদলে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের প্রথম ট্রেনটি সকাল ৬টা ৫০ মিনিটের পরিবর্তে দুপুর আড়াইটেয় ছাড়বে। দমদম থেকে কবি সুভাষগামী প্রথম ট্রেনটিও ওই একই সময় স্টেশনে আসবে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম ট্রেনটিও সকাল ৭টার বদলে স্টেশনে ঢুকবে দুপুর আড়াইটেয়। এদিকে ৮ ফেব্রুয়ারি হোলির দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে আপ-ডাউন মিলিয়ে মোট ১৮৮টি ট্রেন চালানো হবে। অন্যদিনে চালান হয় ২৮৮ টি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ত্রিপুরা থেকে শূন্য হাতে ফিরল তৃণমূল কংগ্রেস! TMC gets no seat in Tripura Assembly elections” width=”560″>
এও জানান হয়েছে, মঙ্গলবার জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবা বন্ধ থাকলেও বুধবার স্বাভাবিক পরিষেবা মিলবে। ওদিকে, বুধবার ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে ৯০টি ট্রেন চলবে। প্রথম এবং শেষ ট্রেনের সময় অপরিবর্তিত। মঙ্গলবার শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ট্রেনের সময়সূচিতে বদল করা হয়েছে। প্রথম ট্রেন ছাড়বে বেলা ৩টেয়, শেষ ট্রেন ছাড়বে রাত ৮টায়।