কলকাতা: চলতি বছর কতটা গরম পড়তে পারে তার একটা আভাস ফেব্রুয়ারি মাস দিয়েই দিয়েছে। মার্চ মাসও যে উষ্ণ হতে চলেছে তা বলাই বাহুল্য। কিন্তু দোল বা হোলির দিন আবহাওয়া কেমন থাকবে? এই দু’দিন কি তাপমাত্রা কিছুটা নামবে নাকি একই থাকবে? এর উত্তর দিল হাওয়া অফিস। রাজ্যবাসীকে হতাশ করে তারা জানিয়েছে, দোল বা হোলিতেও ভালোই গরম অনুভূত হবে। যদিও কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।
আরও পড়ুন-মেসিকে প্রাণনাশের হুমকি, স্ত্রী আন্তোনেল্লার দোকানে ১৪ রাউন্ড গুলি, লিয়োর শহরে হুলস্থূল
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এবং তাপমাত্রার পারদ পৌঁছবে প্রায় ৩৫ ডিগ্রিতে। বস্তুত, মার্চের প্রথম সপ্তাহেই পারদ ৩৫ ডিগ্রি ছাড়াতে পারে বলে আগেই পূর্বাভাস দিয়ে রেখেছিল আবহাওয়া দফতর। সেই অনুযায়ী পরিস্থিতি এগোচ্ছে বলে অনুমান। অর্থাৎ দোল বা হোলির দিন উষ্ণ আবহাওয়া নিয়েই চলতে হবে রাজ্য তথা কলকাতার মানুষকে। তবে হাওয়া মহল জানিয়েছে, আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পং জেলায়। তবে উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা প্রায় নেই।
” style=”border: 0px; overflow: hidden”” title=”মাধ্যমিক শেষে অকাল হোলিতে মাতল পরীক্ষার্থীরা! Students celebrate as Madhyamik ends” width=”853″>
শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি তাপমাত্রা। দিন যত এগোবে তাপমাত্রা ক্রমশ বাড়বে বলেই জানান হয়েছে। অন্যদিকে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে থাকবে এবং কলকাতা ও সংলগ্ন জেলাগুলির ক্ষেত্রে আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম ক্রমশ বাড়বে।