নয়াদিল্লি: আর ঠিক একদিন পর অর্থাৎ আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে আংশিক সূর্যগ্রহণ। চলতি বছরে এটাই প্রথম সূর্যগ্রহণ। জানা যাচ্ছে, সপ্তাহান্তের এই সূর্যগ্রহণ দক্ষিণ গোলার্ধের বেশ কিছু অংশ থেকে দৃশ্যমান হবে। নাসার তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণ আমেরিকার নির্দিষ্ট কিছু অংশে এই সূর্যগ্রহণ দেখা যাবে খালি চোখেই। এছাড়া চিলি, আর্জেন্টিনা, উরুগুয়ের বিস্তীর্ণ এলাকা, পশ্চিম প্যারাগুয়ে, দক্ষিণ-পশ্চিম বলিভিয়া, দক্ষিণ-পূর্ব পেরু এবং দক্ষিণ-পশ্চিম ব্রাজিলের বেশ কিছু এলাকা থেকে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। নাসা সূত্রে খবর, আন্টার্টিকার উত্তর-পশ্চিম উপকূল রেখা এবং ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ও দক্ষিণ প্রশান্ত মহাসাগর, দক্ষিণ মহাসাগরের আশেপাশে যে সমস্ত এলাকা রয়েছে সেখান থেকেই এই সূর্যগ্রহণ পরিষ্কার দেখা যাবে। তবে দুঃখের বিষয় হল, ২০২২ সালের প্রথম এই সূর্যগ্রহণ ভারত কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেখা যাবে না।
জানা যাচ্ছে সূর্যগ্রহণটি শুরু হবে ভারতীয় সময় দুপুর ২ বেজে ৪৫ মিনিটে। তবে সর্বোচ্চ গ্রহণটি ঘটবে তার কয়েক ঘণ্টা পরে ভারতীয় সময় চারটের দিকে। গ্রহণ শেষ হবে ভারতীয় সময় সন্ধে ৬:৩৭ নাগাদ। জানা গিয়েছে, ভারতে খালি চোখে এই আংশিক সূর্যগ্রহণ দেখা না গেলেও ভারতভিত্তিক বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে এই সূর্য গ্রহণের লাইভ স্ট্রিমিং হবে।
এর সঙ্গেই জানা গিয়েছে, এবারের এই সূর্যগ্রহণ অন্য বারের থেকে বেশ কিছুটা আলাদা এবং উল্লেখযোগ্যও বটে। বিজ্ঞানীদের একাংশ জানিয়েছেন, শনিবার এই আংশিক সূর্যগ্রহনের উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য রয়েছে। যেহেতু সূর্যগ্রহণটি সূর্যাস্তের ঠিক আগে আগেই হচ্ছে তাই জন্য এই আংশিক গ্রহণ ব্লাকমুন নামে সূর্যাস্তের ঠিক আগে যে বিষয়টি পরিচিত তার সঙ্গে মিশে যাবে। মূলত এই ব্ল্যাকমুনই সূর্যগ্রহণটিকে কিছু অংশে ব্লক করবে যার কারণে এ গ্রহণটি আংশিক হবে।