লাগল যে দোল… রঙে একে অপরকে রাঙালেন শোভন-বৈশাখী

লাগল যে দোল… রঙে একে অপরকে রাঙালেন শোভন-বৈশাখী

কলকাতা: দোল নিয়ে মাতোয়ারা সকলে। মঙ্গলবার সকাল থেকেই রঙের উৎসবে সামিল হয়েছেন অধিকাংশ মানুষ। লাল, নীল আভায় নিজেদের দিনটাকে মাতিয়ে রাখতে উদ্যোগী হয়েছিল সকলেই। আর এই উৎসবে সামিল না হয়ে থাকতে পারেননি রাজ্যের এক সময়ের সবথেকে চর্চিত দুটি নাম, শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় আজ তারা ছবি পোস্ট করেছেন। সেই ছবি দেখে না বোঝার কোনও উপায়ই নেই যে, বসন্ত সত্যিই এসে গেছে।

আরও পড়ুন- শহরের এক বিলাসবহুল হোটেলে আগুন-আতঙ্ক, অগ্নিকাণ্ড বারাকপুরেও

দুর্গাপুজোয় একে অপরের হাতে-হাত ধরে নেচেছিলেন তারা। বৈশাখীকে দশমীতে সিঁদুর পরাতেও দেখা গিয়েছিল শোভনকে। তা নিয়ে কম আলোচনা হয়নি। এবার দোলের দিন একে অপরকে রঙ মাখালেন তারা। সামাজিক মাধ্যমে যে ছবি ধরা পড়েছে তাতে দেখা যাচ্ছে, শোভন ও বৈশাখী একে অপরকে রঙ দিচ্ছেন, আবার শোভন তাঁকে গ্লাসে করে কিছু খাইয়ে দিচ্ছেন। তাঁদের সঙ্গে ছিল বৈশাখীর কন্যাও। তিনজন মিলে যে ফোটোশ্যুটও করেছেন তাও স্পষ্ট বোঝা যাচ্ছে। এই ছবিগুলিই এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে গিয়েছে। 

p

বৈশাখীর সঙ্গে শোভনের ‘সম্পর্ক’ নিয়ে বারবার আক্রমণ করেছেন শোভনপত্নী রত্না চট্টোপাধ্যায়। সিঁদুর পরানোর ঘটনা নিয়ে তোপ দেগেছিলেন তিনি। তবে তার পাল্টা দিয়ে বৈশাখীর দাবি ছিল, রত্নার কোনও অধিকার নেই তাঁর সিঁদুর নিয়ে কথা বলার। পাশাপাশি বৈশাখী-শোভনের যৌথ রাজনৈতিক ইনিংস নিয়েও চর্চা হয়।

p

এক সময় তারা তৃণমূলের বিরুদ্ধে কথা বলে বিজেপিতে যোগদান করেছিলেন। তবে ২১-র ভোটের প্রার্থী তালিকা প্রকাশের পরই শোভন-বৈশাখী দল ছাড়েন। এখন নিজেদের সম্পর্কের আইনি জটিলতা থাকলেও প্রত্যেক মুহূর্ত যে তারা উপভোগ করছেন তা বলাই বাহুল্য।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − five =