গাজা: হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যেই একাধিকবার এয়ারস্ট্রাইক করে গাজা স্ট্রিপের কয়েকটি রিফিউজি ক্যাম্প ধ্বংস করে দিয়েছে ইজরায়েল। এই হামলায় দেড় হাজার প্যালেস্তিনি মারা গিয়েছেন বলে খবর। তারপরেই এসেছিল গাজাবাসীদের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি। নেতানিয়াহু সরকার ঘোষণা করেছিল, ২৪ ঘণ্টার মধ্যে ১০ লক্ষ বাসিন্দাদের গাজা ছাড়তে, নাহলে তারা আক্রমণ শুরু করে দেবে। সেই অনুযায়ী হামলা চালুও করেছে ইজরায়েল। যুদ্ধের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ।
ইজরায়েল থেমে থাকার নয় আন্দাজ করেই একে একে গাজা ছাড়তে শুরু করেছেন সেখানকার বাসিন্দারা। গাড়ির মাথায় বাক্স, বিছানা চাপিয়ে এলাকা ছাড়ছেন বহু গাজাবাসী। যদিও কোথায় যাচ্ছেন তাঁরা, তা জানা যায়নি। এই ভিডিও ভাইরাল হওয়ার পরই ইজরায়েলের তরফে গাজায় যুদ্ধক্ষেত্রের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। আইডিএফ-এর ভিডিওতে দেখা যাচ্ছে, কী ভাবে হামাস গোষ্ঠীর ঘাঁটিতে মুহুর্মুহু বোমা বর্ষণ করা হচ্ছে, পাল্টা ক্ষেপণাস্ত্রের হামলা চালাচ্ছে হামাস। গাজার একটি সমুদ্র সৈকতের কাছের ঘাঁটি থেকে ইজরায়েলের যুদ্ধ বিমানে হামলা করছে তারা। বিমান থেকেই তার ভিডিও করছে আইডিএফ। যদিও ভিডিওর সত্যতা আজ বিকেল ডট কম যাচাই করেনি।
🔻 The past 24hrs:
The IDF conducted raids in Gazan territory to eliminate the threat of terrorist cells and infrastructure.
Soldiers collected evidence that will aid in📍locating hostages.
The IAF continued striking Hamas terrorist targets and anti-tank missile launchers in… pic.twitter.com/QEr9KCM7R7
— Israel Defense Forces (@IDF) October 13, 2023
প্যালেস্টাইন-ইজরায়েল যুদ্ধ আজ অষ্টম দিনে পা দিয়েছে। শেষ কয়েকদিনের মধ্যেই ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদের মধ্যে রয়েছে একাধিক শিশুও। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা স্ট্রিপ। অধিকাংশ বাড়ি ক্ষেপণাস্ত্র হামলায় ধসে গিয়েছে, ধুলোয় মিশে গিয়েছে।