সংসদে নীল ছবি দেখতে ব্যস্ত সাংসদ, ছবি প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে দল

সংসদে নীল ছবি দেখতে ব্যস্ত সাংসদ, ছবি প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে দল

ব্রিটেন: একদিকে সংসদের অধিবেশনে চলছে জরুরি বিষয় আলোচনা, অন্যদিকে সেই সংসদে বসেই সাংসদ তথা দেশের মন্ত্রী ব্যস্ত নীল ছবি দেখতে। সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন চলাকালীন এমন অভূতপূর্ব কাণ্ডই ঘটিয়েছেন বিরোধী দলের এক নেতা তথা ব্রিটেনের এক মন্ত্রী। আর সেই খবর প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে দল। ইতিমধ্যেই ঘটনাটির একটি পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছেন ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি। ব্রিটিশ পার্লামেন্ট হাউজ অব কমনসে বসে কেউ এমন আপত্তিকর কাজ কিভাবে করতে পারে ত নিয়েও তারা প্রশ্ন তুলেছে বলে খবর।

তবে ঘটনাটি এখনকার নয়। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে চলতি বছরের প্রথম দিকে। এই মুহূর্তে বিষয়টি তদন্তের পর্যায় রয়েছে বলে খবর। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর সংসদের মধ্যে বসে যখন এই েই কাণ্ড ঘটান ওই মন্ত্রী তখন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় ব্যস্ত ছিলেন বাকি নেতা-মন্ত্রীরা। অভিযুক্ত ওই প্রবীণ মন্ত্রীর পাশেই বসেছিলেন এক মহিলা সংসদ। কিন্তু স্থান-কাল বিষয় কোনও কিছুর তোয়াক্কা না করেই ওই প্রবীণ মন্ত্রী নীল ছবির সাইট খুলে বসেন বলে অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে নিয়ে এসেছেন সেই সময় সংসদে উপস্থিত আরও একজন সাংসদ তথা বিরধি দলের নেতা। যদিও প্রথমদিকে কেউই বিষয়টি মানতে চাননি। আর মূলত সেই কারণেই বিষয়টি নিয়ে তদন্তের দাবি তোলেন ক্ষমতাসীন দলের নেতা মন্ত্রীরা।

জানা গিয়েছে, ইতিমধ্যেই এই বিষয় নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে দলের চিফ হুইপ প্লিজ রিটার্ন হ্যারিস। বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে পার্লামেন্টের সংশ্লিষ্ট স্বাধীন বিভাগকে সংশ্লিষ্ট এই অভিযোগটি খতিয়ে দেখতে হবে। তাদের তদন্ত শেষ হওয়ার পর যদি দেখা যায় যে এই অভিযোগটি সত্যি তাহলে অবিলম্বে ওই মন্ত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =