কলকাতা: একুশের বিধানসভা ভোটে বিজেপি’র টিকিটে জয়ী হলেও, ফল ঘোষণার কয়েক দিনের মধ্যেই সপুত্র তৃণমূল কংগ্রেসে যোগ দেন মুকুল রায়৷ এর পর থেকেই তাঁর বিধায়কপদ খারিজ করার দাবিতে সোচ্চার হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ কিন্তু, মুকুলের বিধায়ক পদ খারিজ করা নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে সন্তুষ্ট নন নন্দীগ্রামের বিধায়ক। স্পিকারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। কিন্তু শীর্ষ আদালত শুভেন্দুকে ভর্ৎসনা করে এবং কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে বলে৷
আরও পড়ুন- মাথা পিছু পাঁচ লক্ষ অগ্রিম! এর পর মানিকের কাছে চাকরির জন্য সুপারিশ পাঠাতেন শান্তনু
শীর্ষ আদালতের নির্দেশ মেনে সোমবার হাই কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। এদিন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দুর আইনজীবী। তবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাটি সিঙ্গল বেঞ্চে পাঠিয়ে দেয়। প্রধান বিচারপতি জানান, সিঙ্গল বেঞ্চ থেকে মামলাটি ‘রিলিজ’ হওয়ার পরেই তা ডিভিশন বেঞ্চ শুনবে।
এদিকে, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে দীর্ঘ দিন ধরেই সোচ্চার গেরুয়া শিবির৷ ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে কৃষ্ণনগর-উত্তর কেন্দ্র থেকে জয়ী হন মুকুল। কিন্তু, ফল ঘোষণা পর ওই বছরই ১১ জুন তৃণমূল ভবনে গিয়ে শাসকদলে যোগ দেন। কিন্তু তিনি বিধায়ক পদ ত্যাগ করেননি৷ এর পর থেকেই তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে কখনও স্পিকার, কখনও আদালতের দ্বারস্থ হন বিজেপি পরিষদীয় দল। ‘দলত্যাগী’ মুকুলকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান করার বিরোধিতা করেও সুপ্রিম কোর্টে মামলা ঠোকে বিজেপি৷ সেই মামলাতেও শীর্ষ আদালতের পরামর্শ ছিল, শুভেন্দু যেন হাই কোর্টের দ্বারস্থ হন৷ মুকুলের বিধায়কপদ খারিজ নিয়ে স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে শুভেন্দু ফের সুপ্রিম কোর্টের কড়া নাড়ায় তাঁকে ভর্ৎসনা করেন শীর্ষ আদালতের বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং সঞ্জয় কুমারের বেঞ্চ। হাই কোর্টকে এড়িয়ে তিনি কেন বার বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন, সেই প্রশ্ন তোলা হয়৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>