অতৃপ্ত আত্মার নির্দেশে নিয়োগপত্র দিয়েছিল পর্ষদ? দুর্নীতি নিয়ে প্রশ্ন হাইকোর্টের

অতৃপ্ত আত্মার নির্দেশে নিয়োগপত্র দিয়েছিল পর্ষদ? দুর্নীতি নিয়ে প্রশ্ন হাইকোর্টের

কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখনও অনেক কিছু তথ্য সামনে আসা বাকি। একাধিক গ্রেফতারি এবং বেশকিছু গুরুত্বপূর্ণ নথি সামনে এলেও মূল কিছু বিষয় সম্পর্কে এখনও অধরা উত্তর। সবথেকে বড় প্রশ্ন হল, কার নির্দেশে অযোগ্যদের নিয়োগ পত্র দেওয়া হয়েছিল। ‘মাথা’ খুঁজতে তৎপরতা বাড়াচ্ছে তদন্তকারী সংস্থা কিন্তু খোঁজ যেন মিলেছেই না। এবার এই ইস্যুতে কটাক্ষের সুরে বড় প্রশ্ন করল কলকাতা হাইকোর্ট। টেনে আনা হল আত্মাদের!  

আরও পড়ুন- রাজ্যে সভা-মিছিল করার বিধি তৈরি করল হাইকোর্ট, ক্ষমতা ‘কমলো’ থানার

অতৃপ্ত আত্মার নির্দেশেই কি তাহলে মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগ পত্র দিয়েছিল? ২০১৬ সালে নবম-দশম শ্রেণির SLST নিয়োগ মামলায় এসএসসি’র হলফনামা তলব করে এদিন এমনই প্রশ্ন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। নিয়োগ ইস্যুতে এক মামলাকারী ছিলেন সালমা সুলতানা। ২০১৬ সালের SLST পরীক্ষায় তার স্থান ছিল ২০৮। তবে এসএসসি’র কাউন্সিলিংয়ের অনুপস্থিত ছিলেন তিনি। এখন অভিযোগ উঠেছে, এসএসসি’র সুপারিশ পত্র ছাড়াই মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে তাকে নিয়োগ পত্র দেওয়া হয়েছে।