তিনদিন জেলাভিত্তিক বৈঠক, পঞ্চায়েতের আগে বীরভূমের দায়িত্ব নিলেন মমতাই

তিনদিন জেলাভিত্তিক বৈঠক, পঞ্চায়েতের আগে বীরভূমের দায়িত্ব নিলেন মমতাই

কলকাতা: যদি অনুমান মিলে যায় তবে মে মাসেই হতে চলেছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। অন্তত এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তাই তার আগে দলীয় সংগঠন আরও বেশি মজবুত করতে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে তাঁর বাড়িতে দলীয় বৈঠক ছিল। সেই বৈঠক থেকেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে সবথেকে বড় সিদ্ধান্ত অনুব্রত মণ্ডল ‘গড়’ বীরভূম নিয়ে। এই জেলার দায়িত্ব নিজেই নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন- ব্রেকিং: টলিউডের দুর্নীতির যোগ, কুন্তলের সাড়ে ৬ কোটি টাকার লেনদেন

দুর্নীতি ইস্যুতে এখন অনেকটাই ব্যাকফুটে ঘাসফুল শিবির। একাধিক গ্রেফতারি আরও চাপ বাড়িয়েছে দলের। এই অবস্থায় দলের ভিত যাতে আলগা না হয়ে যায় তার জন্য ভাবনা চিন্তা বাড়াচ্ছে তৃণমূল। ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি ইতিমধ্যেই চলছে। রাজ্যের বিভিন্ন এলাকায় নেতা-নেত্রীরা যাচ্ছেন ‘দিদির দূত’ হয়ে, সাধারণ মানুষের সমস্যা শুনতে। তবে বহু জায়গায় তাদের ঘিরে বিক্ষোভের ঘটনাও অস্বস্তি বাড়িয়েছে দলের। তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে জনসংযোগ বাড়াতে এবার জেলায় জেলায় যাবেন খোদ মমতা। পাশাপাশি সাগরদিঘির হার থেকে শিক্ষা নিয়ে এবার থেকে মাসে অন্তত তিনদিন দলীয় নেতাদের সঙ্গে জেলাভিত্তিক বৈঠকও করবেন তিনি বলে জানা গিয়েছে।