মোট ১০ টি অ্যাকাউন্ট ফ্রিজ, ফের জেল হেফাজতে কুন্তল

মোট ১০ টি অ্যাকাউন্ট ফ্রিজ, ফের জেল হেফাজতে কুন্তল

কলকাতা: প্রত্যাশিতভাবে জামিন অধরাই। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ আবার জেল হেফাজতেই গেলেন। আগামী ২৯ মার্চ পর্যন্ত অর্থাৎ ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে তাঁকে। ৩০ তারিখ আবার তাঁকে আদালতে হাজির করানোর নির্দেশ। এছাড়াও জানা গিয়েছে, কুন্তলের মোট ১০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। 

আরও পড়ুন- টলিউডের দুর্নীতির যোগ, কুন্তলের সাড়ে ৬ কোটি টাকার লেনদেন

আদালতের সামনে আজ বিস্ফোরক দাবি করেছিল ইডি। কেন্দ্রীয় সংস্থার আইনজীবীর বক্তব্য ছিল, টলিউডে কুন্তল সাড়ে ৬ কোটি টাকা বিলিয়েছেন। কিন্তু সেই টাকার উৎস সম্পর্কে কোনও কিছুই বলতে পারেননি। এই নিয়ে বিচারকের প্রশ্নের মুখে পড়তে হয় কুন্তলের আইনজীবীকেও। বিচারক জানতে চান টাকার উৎস সম্পর্কে, কিন্তু কুন্তলের পক্ষ থেকে জানান হয় যে সব সাদা টাকা। এতে রীতিমত বিরক্ত হন বিচারক। বলেন, টাকার উৎস বলতেই হবে, সাদা টাকা বলে কিছু হয় না। ৫০ হাজার টাকা জমা হলেও সেই টাকার উৎস জানাতে হবে। মূলত এই বিষয় নিয়েই ইডি কুন্তলের জামিনের আর্জির বিরোধিতা করে। সেই আবেদন মঞ্জুর হয়েছে।