বুড়ো হাড়ের ভেলকি! ১৩.৪৭ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে ভাইরাল ৭০-এর ‘তরুণ’!

বুড়ো হাড়ের ভেলকি! ১৩.৪৭ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে ভাইরাল ৭০-এর ‘তরুণ’!

নিউ ইয়র্ক: বয়স? সে তো শুধু একটা সংখ্যা মাত্র৷ আসল শক্তি লুকিয়ে মনে৷ সেটা আরও একবার প্রমাণ করে দিলেন ৭০ বছরের এই ‘তরুণ’৷ মাত্র ১৩.৪৭ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে রেকর্ড গড়লেন এই মার্কিন বৃদ্ধ৷ তাঁর দৌড়ের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷  

আরও পড়ুন- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে হঠাৎই হাজির অ্যাঞ্জেলিনা স্বয়ং, ব্যাপারটা কি?

সোশ্যাল মিডিয়ায় ওই বৃদ্ধের দৌড়ের ভিডিয়ো শেয়ার করা হয়েছে @FloTrack নামে একটি টুইটার প্রোফাইল থেকে৷ সেখানে দেখা যায় ৭০ বছরের বৃদ্ধ মাইকেল কিশ মাত্র ১৩.৪৭  সেকেন্ডে দৌড়ে পাড় করেন ১০০ মিটার পথ৷ যা দেখে অনেকেই হতবাক৷ জানা গিয়েছে, সম্প্রতি একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন কিশ। তিনি অবশ্য একজন অ্যাথলিট। তবে এমন উদ্দীপনাময় একটি ভিডিয়ো ভাইরাল হতে হতে বেশি সময় নেয়নি। এখনও পর্যন্ত ২ মিলিয়নের বেশি ইউজার এই ভিডিয়োটি দেখে ফেলেছেন। ভিডিয়োটি দেখার পর ভরে গিয়েছে কমেন্ট বক্স৷ 

অতীতেও এমন রেকর্ড কিন্তু আরও রয়েছে৷ মাইকেল কিশের চেয়েও কম সময় ১০০ মিটার পথ দৌড়ে পাড় করেছেন ৭০-এর বৃদ্ধ৷ জানা গিয়েছে, ১৩.৪৭ সেকেন্ডেরও কম সময়ে ১০০ মিটার দূরত্ব অতিক্রম করার রেকর্ড রয়েছে ববি হুইলডেন নামে ৭০ বছরের এক বৃদ্ধের৷ তিনি ১২.৭৭  সেকেন্ডে এই দূরত্ব অতিক্রম করেছিলেন৷ ২০০৫ সালে ববি সিনিয়র অলিম্পিকে মাত্র ১২.৭৭ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে রেকর্ড গড়েছিলেন৷ কিন্তু, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মাইকেল কিশের ভিডিয়ো। তাঁকে দেখে অভিভূত নেটিজেনরা৷ ৭০ বছর বয়সেও কী ভাবে নিজেকে এমন ফিট রাখলেন কিশ! তা দেখে অনেকেই  চমকে গিয়েছেন। মনের জোর থাকলে যে সব কিছুই সম্ভব তা আরও একবার প্রমাণ করে দিলেন তিনি৷