কলকাতা: রবীন্দ্রভারতী জোড়াসাঁকো ক্যাম্পাসে হেরিটেজ বিল্ডিং দখল সংক্রান্ত মামলায় আগের শুনানিতে কলকাতা পুরসভা ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় হলফনামা জমা দিয়েছিল। এদিন ফের এই মামলার শুনানিতে মামলাকারীর তরফে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী দাবি করেন, জোড়াসাঁকো ক্যাম্পাসে এখনও বেআইনি দখলদার রয়েছে। পুর কমিশনারকে আদালতে ডাকার আর্জি জানিয়েছেন তিনি। কেন এখনও কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না তা জানতে চান। পাশাপাশি আবার এও অভিযোগ করা হয়েছে যে, ক্যাম্পাসে একটি রাজনৈতিক দলের অফিস করা হয়েছে। তাতে বিশ্ব বাংলার লোগো লাগানো রয়েছে।
আরও পড়ুন- জেলে বন্দি মন্ত্রীকে তেল মালিশ! কী ভাবে ফাঁস ছবি, ED-র বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস
অন্যদিকে কলকাতা পুরসভার হেরিটেজ সংরক্ষণ কমিটি রিপোর্ট দিয়ে সম্পূর্ণ অন্য দাবি করেছে। তারা জানিয়েছে, বেআইনি নির্মাণ জোড়াসাঁকো ক্যাম্পাসে রয়েছে, কিন্তু সেটা হেরিটেজ বিল্ডিং নয়। তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ছবি দিয়ে দাবি করেছেন, বেআইনি নির্মাণ রয়েছে ক্যাম্পাসের ভেতরে আছে, তা সত্ত্বেও পুরসভা কিছুতেই তা সরাতে ইচ্ছুক নয়। উলটে ‘চালাকি’ করে রিপোর্ট দেওয়া হচ্ছে আদালতে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”এক লড়বে তৃণমূল নাকি, একাই লড়তে হবে তৃণমূলকে? Know about TMC’s plan to contest alone” width=”560″>
সব পক্ষের বক্তব্য শুনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের এদিন নির্দেশ, হেরিটেজ সংরক্ষণ কমিটি ফের নতুন করে জোড়াসাঁকো ও বিটি রোডের ক্যাম্পাস পরিদর্শন করে দেখবে। তাদের সঙ্গে থাকবে আরকিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার সদস্যরা। এরপর আলাদা আলাদা ভাবে ক্যাম্পাসের ব্যাপারে দুটি রিপোর্ট দিতে হবে। আগামী ১০ এপ্রিল ফের শুনানি এই মামলার।