‘ইডি রেইড করতে পারে, জিনিসপত্র সরাও’, অয়নকে আগেই সতর্ক করেছিল বান্ধবী

‘ইডি রেইড করতে পারে, জিনিসপত্র সরাও’, অয়নকে আগেই সতর্ক করেছিল বান্ধবী

 কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে  বারবার মিলেছে নারী যোগ৷ হুগলির বহিষ্কৃত যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ ব্যবসায়ী অয়ন শীল গ্রেফতার হতেই মিলল আরও এক রহস্যময়ীর সন্ধান৷ শনিবার অয়নের সল্টলেকের ভাড়া বাড়িতে তল্লাশি চালান ইডি-র অফিসাররা। সেখান থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি, তথ্য উদ্ধার করা হয়। কিন্তু অয়নের বাড়িতে ইডি হানা দেওয়ার আগেই তাঁকে সতর্ক করেছিলেন তাঁর বান্ধবী৷ বান্ধবীর সঙ্গে কথোপকথনের সেই তথ্যও চলে এসেছে ইডির হাতে। কেন্দ্রীয় অফিসাররা জানতে পেরেছেন, ইডি তল্লাশি চালাতে পারেন বলে ওই চ্যাটে আশঙ্কা প্রকাশ করেছিলেন অয়নের বান্ধবী। তাঁকে সতর্কও করেছিলেন তিনি৷ শুক্রবার রাতে ওই চ্যাট হিস্ট্রিতে লেখা ছিল, ‘‘ইডি রেইড করতে পারে। জিনিসপত্র সরিয়ে নাও।” এই চ্যাট দেখে একেবারে হতবাক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। কীভাবে রহস্যময়ী ওই তরুণী  ইডির অভিযান নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন? অবাক তদন্তকারীরা। তাঁরা জানতে পেরেছেন, এই বান্ধবীর নামেই রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। 

আরও পড়ুন- শ্রমিক থেকে কেরানি, দর ছিল চার লাখ থেকে সাত লাখ! ওএমআর বদলে বেলাগাম দুর্নীতি, ইডি সূত্রে দাবি

ইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত অয়ন শীলের ৩২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। এর মধ্যে তিন মহিলার নামেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুঁজে পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এই তিন নারীর মধ্যে একজন অয়নের বান্ধবী বলে দাবি করা হচ্ছে। ইডির অনুমান, এই বান্ধবীর সঙ্গে অয়নের মোটা অঙ্কের আর্থিক লেনদেনের সম্পর্কও ছিল। সেই টাকা নিয়োগকাণ্ডের বলেই ইডির অনুমান৷

তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই জানতে পেরেছে, নিয়োগকাণ্ডের বিপুল টাকা সরানো হয়েছিল তাঁর আত্মীয়দের অ্যাকাউন্টেও৷  প্রায় ৪-৫ কোটি টাকা গিয়েছিল অয়নের আত্মীয় পরিজন, পরিচিতদের ব্যাঙ্কে৷ এরমধ্যে ওই বান্ধবীরও অ্যাকাউন্ট রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারী অফিসাররা। তিনজন মহিলার নামে মোট ৫টি অ্যাকাউন্ট খুঁজে পেয়েছেন ইডির গোয়েন্দাদের। এর মধ্যে দু’টি অ্যাকাউন্ট রয়েছে অয়ন শীলের সঙ্গে যৌথভাবে৷  অয়ন শীলের একার নামে রয়েছে ৮টি অ্যাকাউন্ট। এরমধ্যে যৌথ অ্যাকাউন্ট ২টি। অয়ন শীল ছাড়াও দু’জন পুরুষের নামেও ২টি অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। এর বাইরেও ৯টি অ্যাকাউন্টের হদিশ পেয়েছে ইডি৷ কিন্তু তাঁরা কারা? খোঁজ চালাচ্ছে ইডি। সার্ভিস স্টেশনের নামেও রয়েছে ৩টি অ্যাকাউন্ট।