নিশীথের কনভয়ে হামলার ঘটনায় বিজেপি কর্মীদের বিরুদ্ধেই মামলা, হাইকোর্টে গেরুয়া শিবির

নিশীথের কনভয়ে হামলার ঘটনায় বিজেপি কর্মীদের বিরুদ্ধেই মামলা, হাইকোর্টে গেরুয়া শিবির

কলকাতা: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনায় থানায় অভিযোগ করেছিল বিজেপি সমর্থকরা। এবার তাদের বিরুদ্ধেই পাল্টা মামলা দায়ের করল পুলিশ। এই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার কাছে সুরাহা চেয়ে আবেদন করা হয়েছিল। পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছেন নিশীথ প্রামাণিকের আইনজীবী।

আরও পড়ুন- এবার মহাকাশে ঘুরতে যেতে পারেন আপনিও! ব্যবস্থা করছে ইসরো, কিন্তু খরচ কত জানেন?

আদালতে নিশীথের আইনজীবী রাজদীপ মজুমদার জানিয়েছেন, ২৩ জন বিজেপি সমর্থক মামলা করেছেন। কিন্তু তাদের বিরুদ্ধেই নানা অভিযোগে মামলা দায়ের হয়েছে। হেনস্থা করা হচ্ছে তাদের। বিচারপতি মান্থা এই প্রসঙ্গে বলেন, এই নিয়ে একটা মামলা ডিভিশন বেঞ্চে আছে। সেই প্রেক্ষিতে তাঁর প্রশ্ন, সেখানে কেন এই আবেদন নয় যখন একই ঘটনায় যুক্ত গোটা বিষয়টা? এরপর তিনি বলেন, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলার সঙ্গে এই মামলা যুক্ত করতে আজই নথি সেখানে পাঠিয়ে দেওয়া হবে। এই নির্দেশের পরেই  প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। জনস্বার্থ মামলার সঙ্গে এই আবেদন যুক্ত করার আবেদন জানান হয়েছিল যে আবেদন মঞ্জুর করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।