কিলি পলের ওপর প্রাণঘাতী হামলা, উদ্বিগ্ন ভারতীয় অনুগামীরা

কিলি পলের ওপর প্রাণঘাতী হামলা, উদ্বিগ্ন ভারতীয় অনুগামীরা

দোদোমা: বিভিন্ন দেশের জনপ্রিয় গানের সঙ্গে ঠোঁট ও তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার তুঙ্গে কিলি পল। ভারতীয় গানে তাল মিলিয়ে দেশবাসীর মনে জায়গা করে নিয়ে তানজিনিয়ার এই তরুণ।  কিলি পলের ওপর প্রাণঘাতী হামলা হয়েছে বলে জানা গিয়েছে। কোনওরকমে প্রাণ বাঁচিয়ে পালান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।  এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুগামীরা।  অবশেষে এই ইন্টারনেট স্টার জানান, কেন তাঁর ওপর হামলা হয়েছে। 

ইনস্টাগ্রাম স্টোরি কিলি পল নিজেই তাঁর ওপর হামলার কথা বলেন। তিনি বলেন, ‘হঠাৎ করেই আমার ওপর পাঁচ জন অজ্ঞাত পরিচয়ের ওপর হামলা করে। আমার পায়ে ও হাতে ছুড়ির কোপের পর কোপ দেওয়া হয়। আমাকে লাঠি দিয়ে বেধড়ক মারা হয়। আত্মররক্ষার জন্য আমিও দুজনকে মেরেছি।  কোনও রকমে প্রাণ বাঁচিয়ে ফিরতে পেরেছি। সেই কারণে ঈশ্বরকে ধন্যবাদ। আমার হাতে ও পাঁয়ের আঙুলে মোট পাঁচটা সেলাই পড়েছে।’ এরপরেই তিনি বলেন, ‘আমি জানি কেন আমার ওপর হামলা করা হয়েছে। আমাকে টেনে নীচে নামানোর জন্যই এই হামলা করা হয়েছে। তবে ঈশ্বর আমার সহায়। এ যাত্রায় আমি প্রাণে বেঁচে গেছি।’ 

কাঁচা বাদাম হোক বা হিন্দি সিনেমার কোনও জনপ্রিয় ডায়লাগ। লিপ মিলিয়ে রাতারাতি ভাইরাল হয়ে যান কিলি পল। একের পর এক বলিউড গানের লিপ মিলিয়ে তিনি অসংখ্য ভারতীয়ের মন জয় করে নিয়েছেন। সঙ্গে তাঁর বোন নিমাওকে বলিউডের গানের সঙ্গে লিপ মেলাতে দেখতে পাওয়া যায়।  আন্তর্জাতিক স্তরে ভারতে সংস্কৃতিকে তুলে ধরার জন্য তানজিনিয়ায় ভারতীয় হাই কমিশনারের পক্ষ থেকে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়। 

তানজানিয়ার রাজধানী দোদোমার এস সালামের বাসিন্দা কিলি পল। তিনি পেশায় একজন কৃষক।  কিন্তু বলিউড গানের লিপ মিলিয়ে রাতারাতি তিনি ইন্টারনেটে স্টার হয়ে যান। অসংখ্য অনুগামী তাঁকে ইনস্টাগ্রামে ফলো করেন। বর্তমানে ইনস্টাগ্রামে তাঁর ৩৫ লক্ষ ফলোয়ার। এই বিখ্যাত হওয়াই কি কাল হল কিলি পলের। বাড়িয়ে দিচ্ছে শত্রুর সংখ্যা?  কিলি পলের তাই মনে হচ্ছে।  ইনস্টাগ্রামে ভারতীয় অনুগামীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 7 =