কলকাতা: কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনায় পুলিশ ২৩ জন বিজেপি সমর্থকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল। পরে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। এই ঘটনায় সেই বিজেপি সমর্থকদের রক্ষাকবচ দিল আদালত। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, যতদিন না ডিভিশন বেঞ্চের জনস্বার্থ মামলার রায় বেরোচ্ছে ততদিন তাদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে এই সময়ের মধ্যে ওই বিজেপি সমর্থকরা দিনহাটা মহকুমার বাইরে বেরোতে পারবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।
আরও পড়ুন- আসানসোলে কম্বলকাণ্ডে গ্রেফতার জিতেন্দ্র তিওয়ারি, ভিন্ রাজ্য থেকে ধরল পুলিশ
গত ২৫ ফেব্রুয়ারি নিশীথ প্রামাণিকের মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে দিনহাটায়। তাঁর কনভয় লক্ষ্য করে বোমা, গুলি ছোড়া হয়। দিনহাটার বুড়িরহাট এলাকায় তাঁর কনভয়ে পৌঁছতেই তৃণমূল কর্মীরা তাঁকে কালো পতাকা দেখান। সেখানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কর্মীদের মধ্যে বচসা বাধে৷ সেখান থেকে শুরু হয় হাতাহাতি৷ তবে অভিযোগ ওঠে, বিজেপি সমর্থকদের হেনস্থা করেছে পুলিশ। পাল্টা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতে নিশীথের আইনজীবী রাজদীপ মজুমদার জানিয়েছেন, ২৩ জন বিজেপি সমর্থক মামলা করেছেন। কিন্তু তাদের বিরুদ্ধেই নানা অভিযোগে মামলা দায়ের হয়েছে। হেনস্থা করা হচ্ছে তাদের।
” style=”border: 0px; overflow: hidden”” title=”নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক! কী বার্তা দিলেন মমতা? Know about Mamata-Patnaik meeting” width=”560″>
পরে আদালতে এও জানান হয়, বিজেপি সমর্থকরা যখন কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানিয়ে নিয়ে আসছিল তখনই সেখানে শাসক দলের লোকেদের জমায়েত ছিল। সেখানে পুলিশও উপস্থিত ছিল। এরপর নিশীথ প্রামাণিক পৌঁছনোর পর থেকেই পাথর ছোড়া শুরু হয়। তাঁর এও অভিযোগ, তৃণমূল বিধায়ক উদয়ন গুহর নির্দেশে এই জমায়েত করে শাসক দল। পুলিশ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে।