পার্থর কাছে তাঁরা অনুরোধ করেছিলেন কি? নিরপেক্ষ তদন্তের দাবি কুণালের

পার্থর কাছে তাঁরা অনুরোধ করেছিলেন কি? নিরপেক্ষ তদন্তের দাবি কুণালের

কলকাতা: নিয়োগ কাণ্ডে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন আলিপুর আদালতে ঢোকার আগে বিস্ফোরক মন্তব্য করেছেন। তাঁর মুখে শোনা গিয়েছে সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর নাম৷ পার্থর দাবি, তারা চাকরির জন্য তাঁর কাছে তদ্বির করেছিলেন। এই দাবির পর হইচই শুরু হয়েছে রাজ্যে। বিরোধী পক্ষ থেকে তো চাঁচাছোলা ভাষায় আক্রমণ করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু এর মাঝে যাদের নাম উঠেছে তাদের নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। এদিন এই নিয়ে টুইট করেন তিনি। 

আরও পড়ুন- দুর্ঘটনায় আহত কর্মচারীদের পাশে অটোমোবাইল ওয়ার্কার্স ইউনিয়ন, চিকিৎসার অর্থও আদায় হল

কুণালের মূল দাবি, কেন্দ্রীয় এজেন্সি একমুখী কাজ না করে নিরপেক্ষ তদন্ত করুক। টুইট করে তিনি প্রশ্ন করেছেন, ”দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য ও আরও কয়েকজন চাকরির সুপারিশ করেছিলেন কি? তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে অনুরোধ করেছিলেন কি? তদন্ত হোক।” তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের আরও বক্তব্য, পার্থ চট্টোপাধ্যায় তো শিক্ষামন্ত্রী ছিলেন। তাই উনি যে নামগুলি নিয়েছেন তাদের কিন্ত এবার তদন্তের আওতায় অবশ্যই আনা উচিত। পার্থর হয়ত কিছু মনে হয়েছে বলেই অভিযোগ করেছেন। এক্ষেত্রে কুণালের দাবি, যাঁদের নাম বলা হয়েছে তাঁদের পার্থ চট্টোপাধ্যায়ের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। 

এদিন আদালতে নিয়ে আসার সময় পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য ছিল, যে সমস্ত নেতারা এখন ‘বড় বড়’ কথা বলছেন তাঁরাই এক সময় চাকরির জন্য বিভিন্ন লোকের নাম পাঠিয়ে তদ্বির করেছিলেন। তবে নিয়োগ দুর্নীতিতে নাম জড়াতেই বিজেপি সাংসদ তথা বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষের দাবি, পার্থ চট্টোপাধ্যায় যে সময়ের কথা বলেছেন, সেই সময় তিনি রাজনীতিতেই আসেননি। জেলে গিয়ে তাঁর মাথা খারাপ হয়ে গিয়েছে। একই রকম মন্তব্য করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। তাঁর কথায়, মাথার সার্কিট গোলমাল হলে এরকম হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =