কলকাতা: নিয়োগ মামলায় সদ্য গ্রেফতার হওয়া প্রমোটার অয়ন শীলকে নিয়ে আবার নয়া তথ্য সামনে এসেছে। ইডি আগেই দাবি করেছিল যে, অয়নের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে। আগে প্রায় ৩২ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছিল তাঁর। এবার আরও ১০ টি অ্যাকাউন্টের খোঁজ মিলেছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত অয়নের ৪২ টি অ্যাকাউন্টের হদিশ মিলেছে বলে ইডি সূত্রে খবর।
আরও পড়ুন- পার্থর কাছে তাঁরা অনুরোধ করেছিলেন কি? নিরপেক্ষ তদন্তের দাবি কুণালের
ইতিমধ্যেই জানা গিয়েছে, অয়ন শুধু প্রোমোটারের ব্যবসাই করেননি, সিনেমায় টাকা ঢেলেছেন, সিরিয়ালের কাজও করেছেন। আবার হোটেল ব্যবসাতেও মাথা গলিয়েছিলেন। আরও খবর, তিনি নাকি নতুন নিউজ চ্যানেল খুলবেন বলেও ঠিক করেছিলেন। কিন্তু তার আগেই এই নিয়োগ কাণ্ডে জড়িয়ে পড়লেন। ইডি দাবি করেছে, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনি টাকা লেনদেন করেছেন। এমনকি পুত্র অভিষেকের সঙ্গেও যৌথ মালিকানায় একটি পেট্রল পাম্প কিনেছিলেন। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে গুড়াপে ওই পেট্রোল পাম্পের পার্টনার ছেলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়৷ তাঁর দিকেও নজর আছে ইডির।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ইডি-র নজরে শ্বেতা চক্রবর্তী! কীভাবে কোটি কোটির দুর্নীতিতে যোগ? Sweta Chakraborty under ED scanner” width=”560″>
তবে এটা এখনও পরিষ্কার নয় যে, বিভিন্ন অ্যাকাউন্টে কেন টাকা লেনদেন করেছেন অয়ন শীল। যদিও কেন্দ্রীয় এজেন্সির দাবি, নিয়োগ কাণ্ডে অন্যতম ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের তাঁকে তাঁর অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা পাঠিয়েছিলেন। হয়তো নজর ঘোরাতেই অন্যান্য একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা সরিয়েছিলেন অয়ন। এখন আপাতত হদিশ পাওয়া মোট ৪২ টি অ্যাকাউন্টের মধ্যে শান্তনুর সঙ্গে কী কী লেনদেন হয়েছে অয়নের তা খতিয়ে দেখছে ইডি।