কলকাতা: ওড়িশা সফরে গিয়ে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে ঠিক কী আলোচনা হয়েছে তা জানা না গেলেও আন্দাজ করা হচ্ছে ভবিষ্যতের বিরোধী ফ্রন্ট নিয়ে কিছু চর্চা হতে পারে। যদিও দুজনেই সেই সাক্ষাতকে ‘সৌজন্য’ বলেছেন। মমতার সেই সফরের কিছু পরেই কলকাতায় তাঁর সঙ্গে দেখা করে গেলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডি(এস) নেতা এইচডি কুমারস্বামী। তাহলে কি বিরোধী জোট নিয়ে আলোচনা আরও তীব্র হচ্ছে নেতাদের মধ্যে?
আরও পড়ুন- বাড়ছে গ্যাসের দাম, কী করে জ্বালানির সাশ্রয় করবেন? মেনে চলুন সহজ নিয়মগুলি
শুক্রবার কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যান কুমারস্বামী। বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে বৈঠক হয়েছে। সূত্রের খবর, জোট প্রক্রিয়ার পাশাপাশি কর্ণাটকের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে কর্ণাটকের বিধানসভা নির্বাচনে প্রচারে যাওয়ার জন্য কুমারস্বামী আমন্ত্রণ জানান বলেও খবর। তবে যেটুকু জানা গিয়েছে, আপাতত নিজের কর্মব্যস্ততার জন্য সেই সফরে হয়তো যেতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তাঁর স্পষ্ট বার্তা, যেভাবে হোক বিজেপিকে হারাতে হবে। আগেরবারের মতো বিজেপি যেন কিছুই না করতে পারে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”বাম আমল থেকে তৃণমূল জামানা, শিক্ষা দুর্নীততে জেরবার বাংলা! Recruitment scam since Left tenure” width=”835″>
সাম্প্রতিক সময়ে তিন বিরোধী দলের নেতার সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব কলকাতায় এসেছিলেন। তারপর ওড়িশায় গিয়ে নবীন পট্টনায়কের সঙ্গে সাক্ষাৎ, এবার কুমারস্বামী এলেন কালীঘাটে। তাই বিরোধী ফ্রন্ট নিয়ে একটা কিছু যে চলছে তা অনুমান করছে রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ।