কলকাতা: আরও একবার বেকার যুবক-যুবতীদের কাছে স্বাবলম্বী হওয়ার বার্তা পৌঁছে দিল রাজ্য সরকার৷ চাকরির ভরসায় না থেকে বেকাররা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই লক্ষ্যে নিয়ে আসা হল বিশেষ এক প্রকল্প৷ যেখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো লোন পাবেন বেকার যুবক-যুবতীরা৷ নয়া এই প্রকল্পে ২৫ হাজার টাকা ভর্তুকি সহ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে৷ শুক্রবার ব্যাঙ্কিং কমিটির বৈঠকে রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের ঘোষণা করা হয়৷
আরও পড়ুন- ৪৪ দিনের মাথায় ডিএ-অনশন প্রত্যাহার, আন্দোলন চলবে বলেই দাবি
মধ্যবিত্ত পরিবারের বেকার সন্তানদের স্বপ্ন পূরণের পথে প্রধান অন্তরায় হল মূলধন৷ ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়াটাও তাঁদের কাছে বেশ কঠিন৷ সেই সমস্যার কথা মাথায় রেখেই নিয়ে আসা হল ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ড স্কিম৷ এই প্রকল্পে বেকার যুবক-যুবতীরা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন৷ এই খাতে রাজ্য সরকার সর্বোচ্চ ২৫ হাজার টাকা ভর্তুকি দেবে৷ শুধু তাই নয়, ১৫ শতাংশের গ্যারেন্টার হবে খোদ সরকার৷ বাকি ৮৫ শতাংশের গ্যারান্টার হবে ক্রিডেট মাইক্রো স্মল ট্রাস্ট৷ শুক্রবার নবান্নে ছিল রাজ্য স্তরের ব্যঙ্কিং কমিটির বৈঠক৷ ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অর্থ উপদেষ্টা অমিত মিত্র এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা৷ ভার্চুয়াল বৈঠকে হাজির ছিল শতাধিক ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷ সেই আলোচনা পর্বেই এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়৷
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ড স্কিমের জন্য একটি পোর্চাল চালু করা হবে৷ দুয়ারে সরকার শিবিরেও এই প্রকল্পের সুবিধা মিলবে৷ তাছাড়াও, চলতি অর্থ বর্ষে স্বনির্ভর গোষ্ঠীর জন্য ২০ হাজার কোটি টাকা খরচের কথাও ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম দারুণ সাড়া ফেলেছে৷ এই প্রকল্পের সাহায্যে আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা লাভে সফল হচ্ছে৷ সেই ধাঁচেই বেকার যুবক-যুবতীদেরও স্বনির্ভর করে তুলতে চাইছে রাজ্য সরকার৷
মাসখানেক আগে হাওড়ার পাঁচলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে দিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, হাওড়ায় ৫ হাজার শিল্পে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। এর ফলে জেলায় দেড় লক্ষ কর্মসংস্থান হবে।’’ তিনি আরও বলেন, ‘‘ইতিমধ্যেই ৬৭ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। শিল্পক্ষেত্রে আরও ১১ হাজার ২০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব বাস্তবায়নের পথে। এর ফলে আরও দেড় লক্ষ মানুষের কর্মসংস্থান হবে৷ এই জেলায় ৩০ হাজারের বেশি MSME ইউনিট তৈরি করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>