মমতার আর্জি খারিজ, জাতীয় সঙ্গীত অবমাননা মামলা বহাল

মমতার আর্জি খারিজ, জাতীয় সঙ্গীত অবমাননা মামলা বহাল

01e0d28eaf1b6ec4b381705bcdbad266

কলকাতা: মুম্বইয়ের একটি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত অবমাননা করার অভিযোগ উঠেছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বম্বে হাইকোর্টে সেই মামলা খারিজ করার আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর আর্জি মানা হল না। বুধবার বম্বে হাইকোর্ট স্পষ্ট জানিয়েছেন, মামলা বহাল থাকবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অস্বস্তি থেকেই গেল। 

আরও পড়ুন: নিয়োগ কাণ্ডে আবার তল্লাশি অভিযানে ইডি, পর্ষদ কর্মীর ফ্ল্যাটে হানা 

২০২১ সালের ডিসেম্বর মাসে মুম্বই সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এক সাংবাদিক সম্মেলনে বিশিষ্ট পরিজনদের মুখোমুখি হন তিনি এবং আলোচনায় যোগ দেন। কিন্তু ওই অনুষ্ঠানেই মমতার বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ ওঠে। বিজেপির তরফ থেকে দাবি করা হয়, জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করেও হঠাৎ কয়েকটি লাইন উচ্চারণের পর থেমে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়েই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। এর আগে এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছিল মুম্বইয়ের এক ম্যাজিস্ট্রেট কোর্ট। কিন্তু সেই সমন খারিজ হয়ে যাওয়ার সেই সময় স্বস্তি মিলেছিল।