চাকরির নামে অর্থ প্রতারণায় অভিযুক্ত পুলিশ, অন্যকে ‘দোষী’ সাজিয়ে মারধরের অভিযোগও

চাকরির নামে অর্থ প্রতারণায় অভিযুক্ত পুলিশ, অন্যকে ‘দোষী’ সাজিয়ে মারধরের অভিযোগও

31f11d938d0b823f01f486fb9fd2aafd

কলকাতা: চাকরি কেলেঙ্কারি ইস্যুতে রাজ্য তোলপাড় হচ্ছে। সবথেকে বড় বিষয়, অভিযুক্ত যারা হচ্ছেন তাদের কথা জানতে পেরে কার্যত অবাকই হচ্ছে জনতা। একাধিক তাবড় নাম তো জড়িয়ে গিয়েছেই দুর্নীতির সঙ্গে, বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছে। এবার চাকরি নিয়ে অর্থ প্রতারণার অভিযোগে বিদ্ধ হল পুলিশও! শুধু তাই নয়, অন্য একজনকে দোষী সাজিয়ে মারধর করার অভিযোগও তাদের বিরুদ্ধে উঠেছে।

আরও পড়ুন- ‘দুর্নীতি করলে শাস্তি হোক, বাছবিচার কেন?’ এসএসসি-কাণ্ডে দিলীপকে নিশানা অভিষেকের

কলকাতা পুরসভায় চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের অ্যাসিস্টেন্ট কমিশনারের বিরুদ্ধে, যিনি কর্মরত নবান্নে। জানা গিয়েছে, বরানগরের দুই ভাইবোনের একজনকে কলকাতা পুরসভায় চাকরি ও অন্যজনকে বারের লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে ২০২১ সালে কলকাতা পুলিশের অ্যাসিস্টেন্ট কমিশনার ৩০ লক্ষ টাকা ঘুষ নেন। তাঁর বিরুদ্ধে পরে অভিযোগ উঠলে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়ে নেন। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বাগুইহাটি এলাকার কৌস্তভ দাস নামে এক যুবককে গ্রেফতার করেছিল। এখন অভিযোগ, তাঁকে দিয়ে  দোষ কবুল করাতে বেধড়ক মারধর করেছে বারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর সহ পাঁচ পুলিশ অফিসার। গত ১৬ মার্চ তাঁকে হেফাজতে নিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।