নিশীথ মামলার নির্দেশের বিরোধিতায় সুপ্রিম কোর্টে রাজ্য, সিবিআইয়ের অভিযোগ পুলিশকে নিয়ে

নিশীথ মামলার নির্দেশের বিরোধিতায় সুপ্রিম কোর্টে রাজ্য, সিবিআইয়ের অভিযোগ পুলিশকে নিয়ে

কলকাতা: কোচবিহারে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে রাজ্য গিয়েছে সুপ্রিম কোর্টে। গত মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ কনভয় হামলার ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআইকে দায়িত্ব দিয়েছে। সেই সিদ্ধান্তের বিরোধিতা করেছে রাজ্য। এদিকে আবার রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে সিবিআই। 

আরও পড়ুন- আসানসোলে কম্বলকাণ্ডে গ্রেফতার জিতেন্দ্র তিওয়ারি, ভিন্‌ রাজ্য থেকে ধরল পুলিশ

কনভয় হামলার ঘটনায় হাইকোর্টের নির্দেশ ছিল, সাত দিনের মধ্যে রাজ্য পুলিশের সমস্ত নথি সিবিআইকে হস্তান্তর করতে হবে। কিন্তু সিবিআই এখন অভিযোগ করেছে, তাদের সহযোগিতা করা হচ্ছে না পুলিশের তরফে। এই সময়ে রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ঠিকই, কিন্তু আপাতত সুপ্রিম কোর্ট এখনও এই মামলায় স্থগিতাদেশ দেয়নি। তাই এই মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, যেহেতু এখনও সুপ্রিম কোর্টের কোনও স্থগিতাদেশ নেই, তাই আদালতের নির্দেশ মানতে হবে। এদিকে ১৮ এপ্রিল পর্যন্ত সিঙ্গেল বেঞ্চের মামলা মুলতুবি হয়েছে। বিচারপতি মান্থার নির্দেশ, আপাতত এই মামলার তদন্ত স্থগিত থাকবে। নিম্ন আদালতে যাবতীয় বিচারও স্থগিত থাকবে।