নেতাদের নাম বলতে বাধ্য করা হচ্ছে! বিস্ফোরক দাবি কুন্তলের

নেতাদের নাম বলতে বাধ্য করা হচ্ছে! বিস্ফোরক দাবি কুন্তলের

কলকাতা: বুধবার শহিদ মিনারের সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছিলেন এবার সেই একই সুর শোনা গেল নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের গলায়। তিনি দাবি করেছেন, কেন্দ্রীয় এজেন্সি তাঁকে দলীয় নেতাদের নাম বলতে বাধ্য করছে। অভিষেকের ঠিক একই রকম বক্তব্য ছিল যে, সারদা মামলায় ধৃত কুণাল ঘোষ এবং মদন মিত্রকে জোর করে তাঁর নাম নিতে চাপ দেওয়া হয়। 

আরও পড়ুন: নিয়োগ কাণ্ডে আবার তল্লাশি অভিযানে ইডি, পর্ষদ কর্মীর ফ্ল্যাটে হানা 

জেল হেফাজত শেষে বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। সেই আদালত চত্বরেই কুন্তল বলেন, বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জোর করে নেতাদের নাম বলানোর চেষ্টা করছেন আধিকারিকরা। স্বাভাবিকভাবেই এই মন্তব্য হইচই সৃষ্টি করেছে রাজ্য রাজনীতিতে। যদিও বিজেপির তরফ থেকে এর বিরোধিতা করা হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, এইসব বলে আদতে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে দুর্নীতিতে গ্রেফতার হওয়া এই ব্যক্তি। কোনও দাবিই সত্যিই নয়। কিন্তু এই নিয়ে এখন যে চর্চা শুরু হয়েছে তা সহজে থামার নয় বলেই অনুমান।