শিলাবৃষ্টির পূর্বাভাস বঙ্গে, একাধিক জেলায় জারি সতর্কতাও

শিলাবৃষ্টির পূর্বাভাস বঙ্গে, একাধিক জেলায় জারি সতর্কতাও

3690e1bfb39ca8ba40c4ea39e7de09ae

কলকাতা: সপ্তাহের শেষে বৃষ্টি হবে বলে পূর্বাভাস আগেই দেওয়া হয়েছে। এবার শিলাবৃষ্টির আভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। জানান হয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী দু’দিনে শিলাবৃষ্টি হতে পারে। তার সঙ্গে ঝড়ো হাওয়া তো থাকছেই। বুধবার বিকেলের পরেই হালকা বৃষ্টির সাক্ষী থেকেছিল কলকাতা। হাওয়া মহলের খবর অনুযায়ী, কলকাতা ছাড়াও যে সব জায়গায় বৃষ্টি হওয়ার কথা সেখানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন- ‘গান্ধী-আরউইন চুক্তি কবে হয়েছিল?’ ৫ বছরে উত্তর কমিশনের,ফের বাড়বে নম্বর

আপাতত যে তথ্য উঠে আসছে তাতে জানা গিয়েছে, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তার সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। এছাড়া পশ্চিমের জেলাগুলিতেও আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ৩১ মার্চ অর্থাৎ শুক্রবার আবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া জেলায়। পাশাপাশি এইসব জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়াতে কমলা সতর্কতা জারি শুক্রবারের জন্য। এই জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।