কলকাতা: সিপিএম নেতা শতরূপ ঘোষের ২২ লক্ষ টাকা গাড়ি কেনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তা নিয়ে পরে অবশ্য সাংবাদিক বৈঠক করে গাড়ির খরচের বিবরণ দেন শতরূপ। কিন্তু সেই সাংবাদিক বৈঠক থেকেই কুণাল ঘোষকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে শোনা যায় তাঁকে। তৃণমূল নেতার বাবার সম্পর্কে বিরূপ মন্তব্য করেন তিনি। এই ইস্যুতে এবার নতুন মোড়। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আইনি নোটিশ পাঠিয়েছেন সিপিএম নেতাকে। এ যেন কার্যত ঘোষ ভার্সেস ঘোষ।
আরও পড়ুন- কীভাবে দেশের উচ্চশিক্ষায় জাতপাতের দাপট? উচ্চ শিক্ষার প্রথম ধাপেই কীভাবে ব্রাত্য দলিত?
শতরূপ ঘোষ জানিয়েছিলেন, তাঁর ২২ লক্ষ টাকার গাড়ির দাম বাবা দিয়েছেন। অল্প কিছু নগদ টাকা দেওয়া হলেও সিংহভাগ খরচই করা হয়েছে চেকের মাধ্যমে। নিজের বাবার ব্যাঙ্ক পাস বইয়ের তথ্য, ফিক্সড ডিপোজিটের তথ্য, কবে, কখন, কত টাকার লেনদেন হয়েছে তার বিস্তারিত তথ্য সাংবাদিক সম্মেলন থেকে দেন তিনি। এরপরেই কার্যত বোমা ফাটান সিপিএম নেতা। মন্তব্য করেন, তাঁর বাবা কার নামে গাড়ি কিনবে তা কুণাল ঘোষের বাবা ঠিক করবে না। এছাড়াও বলেন, কুণাল ঘোষের বাবার হয়তো কুণাল ঘোষ ছাড়াও অনামে-বেনামে আরও এদিক-ওদিক সন্তান ছড়িয়ে ছিল! সেই মন্তব্য বিতর্কেই এবার আইনি নোটিশ এল তাঁর কাছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”গাড়ির টাকা কোথায় পেলেন শতরূপ? কুণাল ঘোষের আক্রমণ! Kunal Ghosh slams Shatarup Ghosh” width=”853″>
জানা গিয়েছে, শতরূপ ঘোষ ছাড়াও কুণাল ঘোষ নোটিশ দিয়েছেন বাম নেতা বিমান বসু, মহম্মদ সেলিমের কাছেও। আগামী ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই নোটিশে। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় কমিশনে জমা দেওয়া হলফনামায় সিপিএম নেতা শতরূপ ঘোষ জানিয়েছিলেন, তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ২ লক্ষ টাকার কাছাকাছি। সেই হলফনামার ছবি টুইট করে তৃণমূল নেতা কুণাল ঘোষ ২২ লক্ষের গাড়ি কেনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
ঘোষণা
এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের নিজস্ব। প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের পাতায় নাও দেখা যেতে পারে৷ ফলে, সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন https://aajbikel.com/ -এই লিঙ্কে৷
আমাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/Aajbikal
আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@AajBikelNews -এ নজর রাখতে পারেন