হাওড়া: ৩০ তারিখ ছিল রামনবমী। রাজ্য যে এই নিয়ে কিছুটা উত্তপ্ত হবে তা আন্দাজ করাই গিয়েছিল। কিন্তু তা বলে এত! বৃহস্পতিবার মারাত্মক উত্তেজনা ছড়ায় হাওড়ায়। রামনবমীর মিছিলে হামলার অভিযোগে ব্যাপক হিংসা ঘটনা ঘটে। এতে ইতিমধ্যেই ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়েন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় সেখানে। আজ সকালেও এলাকার পরিস্থিতি থমথমে।
আরও পড়ুন- ‘আইনের প্রতি শ্রদ্ধা জরুরি’, রাহুলকাণ্ডে নজর রাখছে আমেরিকা’, জানালেন বাইডেনের মুখপাত্র
মূল অভিযোগ, এলাকা দিয়ে যখন রামনবমীর শোভাযাত্রা যাচ্ছিল, সেই সময় মিছিলকে লক্ষ্য করে কাচের বোতল, ইট ও পাথর ছোড়া হয়। শুধু তাই নয়, পরবর্তীতে পেট্রোপ বোমাও ছোড়া হয় বলে দাবি। এক্ষেত্রে পুলিশের দিকেও একাধিক অভিযোগের আঙুল তোলা হয়েছে। দাবি করা হয়েছে, আগাম পুলিশের অনুমতি নেওয়া থাকলেও মিছিলে হামলা হয়। পুলিশ সেই নিয়ে কোনও ব্যবস্থাই করেনি। যদিও পুলিশের ওপরও হামলা হয়েছে বলে দাবি উঠেছে। গোটা ইস্যুতে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে এলাকার কিছু দোকানপাট, যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় পুলিশকর্মী সহ প্রায় ১৫ জন আহত হয়েছে বলে খবর।
” style=”border: 0px; overflow: hidden”” title=”‘চোর’ নন পার্থ চট্টোপাধ্যায়! পার্থ জিন্দাবাদ! Zindabad slogan raised as Partha arrives at court” width=”853″>
ঘোষণা
এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের নিজস্ব। প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের পাতায় নাও দেখা যেতে পারে৷ ফলে, সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন https://aajbikel.com/ –এই লিঙ্কে৷
আমাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/Aajbikal
আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@AajBikelNews
নজর রাখতে পারেন
হিংসার ঘটনার মূল অভিযোগ করেছে অঞ্জনী পুত্র সেনা নামে একটি সংগঠন। তারা ছাড়াও বিশ্ব হিন্দু পরিষদ সহ ৪২ টি সংগঠন একত্রে এই মিছিল বের করেছিল হাওড়ায়। অভিযোগ, তাঁদের ওপরে পুলিশ লাঠি চার্জ করে ও কাঁদানে গ্যাসের শেল ফাটায়। সব মিলিয়ে গতকালের উত্তেজনা আজও বহাল আছে হাওড়ার একাংশে।