তীব্র গরম, এগিয়ে আসছে গ্রীষ্মের ছুটি, কবে থেকে বন্ধ হবে স্কুল?

তীব্র গরম, এগিয়ে আসছে গ্রীষ্মের ছুটি, কবে থেকে বন্ধ হবে স্কুল?

7255d3702abd7e5cae1e584e10c3e0fe

কলকাতা: চৈত্রেই কাঠফাটা গরম৷ জেলায় জেলায় চলছে তাপপ্রবাহ৷ তাপমাত্রা আরও বাড়বে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের৷ তীব্র গরমের জেরে এবারও গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ পড়ুয়াদের গরমের হাত থেকে রেহাই দিতেই এই সিদ্ধান্ত। 

 বাংলা মাধ্যমের স্কুলগুলিতে ২৪শে মে থেকে  গরমের ছুটি পড়ার কথা ছিল৷ প্রখর গরমের কারণে সেই ছুটি এগিয়ে আনা হল৷ সম্ভবত, ২ মে থেকে গরমের ছুটি পড়ে যাবে স্কুলগুলিতে৷ তবে কতদিন গরমের ছুটি থাকবে তা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। পরিস্থিতি বিবেচনা করেই স্কুলে ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ মতোই স্কুলের ছুটি প্রায় ৩ সপ্তাহ এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর। রাজ্যের সব সরকারি স্কুলে এই নির্দেশ কার্যকর করা হবে। বেসরকারি স্কুলগুলিকেও গ্রীষ্মের ছুটি এগিয়ে আনার জন্য অনুরোধ জানানো হবে বলে শিক্ষা দফতর সূত্রে খবর।

একটি বাংলার টেলিভিশন মিডিয়ার খবর অনুসারে, গরমের ছুটিতে পড়ুয়াদের পাশাপাশি স্কুলে আসতে হবে না শিক্ষক, শিক্ষিকা অশিক্ষক কর্মীদেরও৷ অর্থাৎ ২ তারিখ থেকে স্কুল বন্ধ হলে টানা ছুটিতে যাবেন সকলেই। তবে গরমের ছুটি এতটা এগিয়ে আনা হলে উত্তরবঙ্গের নির্দিষ্ট কয়েকটি জেলার পড়ুয়াদের কতটা সুবিধা বা অসুবিধা হবে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার থেকেই কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান-সহ রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় শিশু ও বয়স্কদরে সরাসরি চড়া রোদে বার না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একে চড়া রোদ, তার উপর বৃষ্টির কোনও পূর্বাভাস নেই৷ তাই সকালের দিকে স্কুলের সময় এগিয়ে আনা যায় কিনা, তা নিয়েও আলোচনা চলছে৷