প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করবে ইডি-সিবিআই! নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করবে ইডি-সিবিআই! নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

dbf1d6d7b99f4ab9cc8d0a36f3546750

কলকাতা: নিয়োগ কাণ্ডের প্রেক্ষিতে এবার চাইলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি এবং সিবিআই। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আসলে বেশকিছু দিন ধরেই ধৃত কুন্তল ঘোষ দাবি করে আসছেন যে, কেন্দ্রীয় সংস্থাগুলি তাঁকে দলীয় নেতাদের নাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দিচ্ছে। এই নিয়ে আদালতের বিচারককে তো বটেই, কলকাতা পুলিশের দ্বারস্থও হয়েছেন তিনি। চিঠি দিয়েছেন তাদের। সেই ইস্যুর প্রেক্ষিতেই বিচারপতির এই নির্দেশ। 

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর মউ স্বাক্ষর দোরগোড়ায়, শহরে শাখা প্রায় নিশ্চিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের

সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করে আলিপুর আদালতের পর কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন নিয়োগ কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ। হেস্টিংস থানায় এই বিষয়ে তাঁর অভিযোগপত্র পৌঁছেছিল। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ, আদালতের নির্দেশ ছাড়া হেস্টিংস থানার পুলিশ সিবিআই এবং ইডির তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে কোনও এফআইআর করতে পারবে না। বুধবার পুলিশ কুন্তল ঘোষের দেওয়া চিঠি আদালতে পেশ করে এবং বিচারপতি সেই চিঠি খুঁটিয়ে পড়েন। গোটা ঘটনাকে ‘চালাকি’ বলেও মন্তব্য করেছিলেন তিনি। এরপর আজ এমন বড় নির্দেশ।